
ফাইল ছবি
নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আলমগীর মহিউদ্দিন ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং নয়া দিগন্তসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে।
তার নামাজে জানাজা ও দাফন-কাফনের সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।
আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান সাংবাদিকতা জগতে চিরকাল স্মরণীয় থাকবে।
ইউ