ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৮ অক্টোবর ২০২৫

English

জাতীয়

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ১৮ অক্টোবর ২০২৫

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

ফাইল ছবি

আগামী ১৯ অক্টোবর ২০২৫ তারিখে রাঙ্গামাটিতে আহুত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত বাঙালিদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কর্তৃক হরতালের হুমকির মুখে সভাটি স্থগিত করা হয়। এই সিদ্ধান্তকে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া নস্যাৎ করার সক্রিয় চেষ্টা বলে মনে করছেন আন্দোলনকারীরা।

উদ্বেগ প্রকাশ

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম আহ্বায়ক— মানবাধিকার কর্মী জাকির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী— আজ শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, গত জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। চুক্তি বাস্তবায়ন আন্দোলনসহ বিভিন্ন পক্ষের জোর দাবির প্রেক্ষিতে সরকার গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি গঠন করে।

আশ্বাস ও হুমকি

  • আশাবাদ: কমিটির ১৯ জুলাই অনুষ্ঠিত সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছিল, যা আন্দোলনকারীদের আশান্বিত করে।

  • ভূমি কমিশন কার্যকর করা: নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ হিসেবে ভূমি সমস্যা সমাধানের জন্য গঠিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

  • সভা স্থগিত: ১৯ অক্টোবর ২০২৫ তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অবস্থিত ভূমি কমিশনের অফিসে এই কমিশনের একটি সভা আহ্বানের পরপরই একটি পক্ষ সভা ভণ্ডুল করতে সক্রিয় হয়। বাঙালিদের ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর ডাকা হরতালের হুমকির মুখে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাটি স্থগিত করা হয়।

দাবি ও হুঁশিয়ারি

আন্দোলনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, "এহেন অনভিপ্রেত হুঁশিয়ারিতে যদি বারংবার সভা ডেকে স্থগিত করা হয়, তবে তাতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া হুমকির মুখে পড়বে।"

পার্বত্য সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে তাঁরা রাষ্ট্রীয় সমস্ত শক্তিকে সংহত করে দ্রুত চুক্তি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সাথে, সকল হুঁশিয়ারি উপেক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে ভূমি কমিশনের সভা পুনরায় অনুষ্ঠিত করার জোর দাবি জানানো হয়েছে।

ইউ

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রযুক্তিতে সহজ প্রতিবন্ধী ব্যক্তির জীবন

আবারো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রযুক্তির সুবিধা লাভে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধা

জুলাই সনদে নারীর অনুপস্থিতি, ফোরামের তীব্র প্রতিবাদ