ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৮ অক্টোবর ২০২৫

English

জাতীয়

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১৮ অক্টোবর ২০২৫

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

ছবি: উইমেনআই২৪ ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের জলবায়ু লক্ষ্য পূরণে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরিত হতে হবে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর এই উদ্যোগ পুরো জাতির জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে। টেকসই ভোগ ও উৎপাদনের ওপর জোর দিয়ে তিনি সকল খাতে পরিবেশবান্ধব কর্মকৌশল গ্রহণের আহ্বান জানান।

আন্তর্জাতিক সম্মেলনে গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • সময়সীমা নির্ধারণ: উপদেষ্টা নির্দেশ দেন যে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সব সরকারি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করতে হবে।

  • দায়িত্বশীল ভোগ: তিনি বলেন, "নির্গমন কমানো মানে শুধু উৎপাদন নয়, দায়িত্বশীল ভোগও নিশ্চিত করা।" তাই টেকসই ভোগ ও উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

  • সম্মেলনের প্রেক্ষাপট: আজ শনিবার ঢাকার ব্র্যাক সেন্টার ইন-এ আন্তর্জাতিক সম্মেলন “রোড টু কপ৩০: হাউ ক্যান ন্যাশনাল ইন্টারেস্টস বি অ্যালাইন্ড উইথ গ্লোবাল ক্লাইমেট গোলস?”–এর উদ্বোধনী অধিবেশনে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

  • জ্বালানি দক্ষ মডেল: পরিবেশ অধিদপ্তর বিশ্বব্যাংকের সহায়তায় বিভিন্ন অঞ্চলে 'সবুজ অফিস ভবন' নির্মাণ করছে এবং জ্বালানি দক্ষ পরিবেশবান্ধব ভবনের মডেল তৈরি করছে বলে জানান রিজওয়ানা হাসান।

  • জলবায়ু অর্থায়ন নিয়ে উদ্বেগ: তিনি মন্তব্য করেন, জলবায়ু অর্থায়নে দ্বৈত হিসাব এবং দুর্বল বৈশ্বিক শাসনব্যবস্থা আস্থার ঘাটতি তৈরি করছে, যা অভিযোজন সহায়তার প্রবাহকে বাধাগ্রস্ত করছে। তিনি সতর্ক করেন যে, প্রধান অর্থনীতিগুলোর নির্গমন বাড়তে থাকলে শুধু প্রযুক্তি হস্তান্তর সমস্যার সমাধান করবে না।

  • জাতীয় কর্মপরিকল্পনা: তিনি সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC)–এর প্রশংসা করেন এবং পরিবেশ অধিদপ্তরকে পরিবহন, কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতে নির্গমন হ্রাসের জন্য সময়সীমাসহ একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

নতুন প্ল্যাটফর্ম ও অভিযোজন কৌশল

  • BCDP গঠন: নবগঠিত বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)–এর অধীনে চারটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে এবং এতে সিভিল সোসাইটি ও একাডেমিয়ার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা কারিগরি ও নীতিগত সহায়তা দিতে পারে।

  • ইটভাটার বিকল্প: পরিবেশগত ক্ষতির জন্য ইটভাটার সমালোচনা করে তিনি বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহারের আহ্বান জানান। তিনি কার্বন নিঃসরণ কমানো, কৃষিজমি রক্ষা ও পাহাড় কাটার প্রবণতা প্রতিরোধে উর্বর মাটির পরিবর্তে নদী খননের পলি ব্যবহার করে ইট তৈরির প্রস্তাব দেন।

  • উপকূলীয় সহনশীলতা: অভিযোজন পদক্ষেপে গুরুত্বারোপ করে তিনি উপকূলীয় বনায়ন, বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্বল্পব্যয়ী লবণাক্ততা অপসারণ প্রযুক্তির ওপর জোর দেন, যা জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে জরুরি।

  • উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান: তিনি উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান, বাংলাদেশে স্থানীয় সমাধান বাস্তবায়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর জন্য।

আলোচনা অনুষ্ঠানে সিপিডি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খুশি কবির সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে ড. আইনুন নিশাত, ড. শাহ আব্দুল সাদী, মো. জিয়াউল হক, উলরিশ ক্লেপম্যান, মোহাম্মদ সোহেল, শিরিন সুলতানা লিরা এবং মৌসুমি পারভীনসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

ইউ

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রযুক্তিতে সহজ প্রতিবন্ধী ব্যক্তির জীবন

আবারো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রযুক্তির সুবিধা লাভে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধা

জুলাই সনদে নারীর অনুপস্থিতি, ফোরামের তীব্র প্রতিবাদ