ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ২৯ অক্টোবর ২০২৫

English

বৃত্তের বাইরে

যুক্তরাষ্ট্রে ’সার্টিফিকেট অব রেকগনিশন’ পেলেন রয়া চৌধুরী

উইমেনআই প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০:২৯, ২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে ’সার্টিফিকেট অব রেকগনিশন’ পেলেন রয়া চৌধুরী

সংগৃহীত ছবি

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক প্রতিভাধর নাম 'রয়া চৌধুরী'। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে নতুন স্বীকৃতি পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপ থেকে তিনি ‘সার্টিফিকেট অব রেকগনিশন’ অর্জন করেছেন। টাউনশিপের মেয়র ফিলিপ ক্রেমার এ সম্মাননা প্রদান করেন কবিতা আবৃত্তির প্রতি তার নিষ্ঠা, আন্তঃসাংস্কৃতিক বন্ধনের উন্নয়নে অবদান এবং পারফরম্যান্সের গভীরতা ও সৌন্দর্যের স্বীকৃতিস্বরূপ।

রয়া চৌধুরী শুধু একজন আবৃত্তিশিল্পী নন, বাংলা সাহিত্যের শব্দ ও সুরকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তিনি একজন নিঃশব্দ সংস্কৃতিদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ‘সার্টিফিকেট অব রেকগনিশন’-এ তার “মন্ত্রমুগ্ধকর পারফরম্যান্স ও অতুলনীয় সাংস্কৃতিক অবদান”-এর বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। তিনি নিয়মিত গানেও কণ্ঠ দিচ্ছেন, যা তার শিল্পীসত্তাকে আরো বহুমাত্রিক করে তুলেছে।


তাঁর ঝুলিতে রয়েছে বহু মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননা। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড, বেস্ট রেসিটেশন আর্টিস্ট ২০২২, বাংলাদেশ অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২ এবং চরদিকে সেলফ-রিলায়ান্ট অ্যাওয়ার্ড ২০২৩—সব ক’টি তার অনন্য সাংস্কৃতিক অবদানের প্রমাণ।

রয়া চৌধুরীর প্রকাশিত অ্যালবাম 'বেদনাদূতি', 'ইচ্ছামতী', ও 'অভিসার' শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। প্রতিটি কবিতায় তার কণ্ঠে মিশেছে আবেগ, শিল্পিততা ও ঐতিহ্যের সংমিশ্রণ। বিশেষভাবে আলোচিত হয়েছে গ্র্যামি জয়ী ভারতীয় সেতারবাদক পণ্ডিত বিশ্ব মোহন ভট্টের সঙ্গে তার যুগল পরিবেশনায় আবৃত্তি-সংগীতের মেলবন্ধনে উপস্থাপিত ‘গীতাঞ্জলি’। এ পারফরম্যান্স সমালোচক ও শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শিল্প-সংস্কৃতির জগতে যতটা অগ্রসর, একাডেমিক জগতেও ততটাই সাফল্য অর্জন করেছেন রয়া চৌধুরী। যুক্তরাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে তিনি জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি কাজ করেছেন সামিউল ইসলাম পোলাক, রাজা দাস, স্বপ্নীল সজীব, ফ্র্যাঙ্ক আর্টাভিয়া, মাহিদুল ইসলাম এবং আইভি বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গে, যাদের সঙ্গে তার কাজ কেবল শ্রোতাদের নয়, সমকালীন সংস্কৃতি চর্চাকেও সমৃদ্ধ করেছে।

রয়া চৌধুরী সংস্কৃতি কোনো ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ থাকতে রাজি নন। তিনি তার সৃষ্টিশীলতা ও শিল্পমেধার মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। নিউ জার্সির এই আন্তর্জাতিক স্বীকৃতি তার সেই পথচলায় নতুন মাইলফলক হয়ে থাকলো।

//এল//

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী ডেঙ্গুতে মারা গেছেন

ফেব্রুয়ারির নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ জরুরি: পরিবেশ উপদেষ্টা

সম্প্রীতি সংলাপে’ ঐক্য ও বৈচিত্র্য রক্ষার ডাক

বয়স্ক ভাতা প্রদানে স্বচ্ছতা আনবে প্রযুক্তি: উপদেষ্টা শারমীন

সুবর্ণচরের চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব

এসএমই অর্থায়ন ও বাজার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

সালমান শাহ হত্যা: নীরবতা ভেঙে বিচার চাইলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ইন্টারন্যাশনাল এজেন্সি ’প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে: রিজওয়ানা