ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১৯ অক্টোবর ২০২৫

English

জাতীয়

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১৮ অক্টোবর ২০২৫

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে বরিশালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সিইসি দেশের মানুষকে একটি অনুকরণীয় ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সুষ্ঠু নির্বাচন ও চ্যালেঞ্জ মোকাবিলা

  • অনুসরণীয় নির্বাচনের প্রতিশ্রুতি: সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চায়। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং কর্মকর্তারাও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

  • চাপের কাছে নতিস্বীকার নয়: সিইসি দৃঢ়তার সাথে বলেন, নির্বাচন কমিশন কোনো দল বা গোষ্ঠীর চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না। তিনি বলেন, এর আগে যে দুই-তিনটি নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন হওয়ার সুযোগ নেই; এবার সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে।

  • গোয়েন্দা সংস্থার প্রভাব নেই: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করেন, কোনো গোয়েন্দা সংস্থা বা কারো প্রেসক্রিপশনে নয়, নির্বাচন কমিশন সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।

রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে সিইসি

  • নিষিদ্ধ দলের অংশগ্রহণ: রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানান সিইসি। তিনি বলেন, সরকারও এই বিষয়ে স্পষ্ট করেছে যে দলটির বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

সিইসি'র বরিশাল সফর

নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য প্রধান নির্বাচন কমিশনার শুক্রবার সকালে বরিশালে আসেন। শুক্রবার বরিশালে অবস্থান করলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শনিবার। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে বরিশাল সার্কিট হাউজে প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সার্কিট হাউজের মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হাল কাওসারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সংবাদকর্মীদের সাথে কথা বলেন।

ইউ

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রযুক্তিতে সহজ প্রতিবন্ধী ব্যক্তির জীবন

আবারো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রযুক্তির সুবিধা লাভে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধা

জুলাই সনদে নারীর অনুপস্থিতি, ফোরামের তীব্র প্রতিবাদ