ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ১৩ অক্টোবর ২০২৫

English

মিডিয়া

১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ১৩ অক্টোবর ২০২৫

১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান

ছবি সংগৃহীত

মানবিক মর্যাদা ও সমতার পক্ষে সাংবাদিকতাকে উৎসাহিত করতে এবং জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে ১৫ জন গণমাধ্যমকর্মীকে ‘গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান করা হয়েছে। ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক যৌথভাবে পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এই পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):

  • পুরস্কার প্রদানের উদ্দেশ্য:

    • বিভিন্ন গণমাধ্যমে মানবিক মর্যাদা ও সমতার জন্য সাংবাদিকতাকে উৎসাহিত করা।

    • পেশাদারিত্ব বজায় রেখে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বৃদ্ধি করা।

  • পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা ও শাখা:

    • মোট ১৫ জন গণমাধ্যমকর্মীকে এই পুরস্কার প্রদান করা হয়।

    • এ বছর ৫টি শাখায় পুরস্কার দেওয়া হয়: জাতীয় সংবাদপত্র, স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও বিজ্ঞাপন শাখা।

  • অনুষ্ঠানে অতিথিদের মন্তব্য:

    • রাশেদা কে চৌধুরী (তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা): তিনি সাম্প্রতিককালে নারীর প্রতি বৈষম্য বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং বলেন, "নারীর অংশগ্রহণ বাড়ছে, কিন্তু অংশীদারিত্ব নাই। গণমাধ্যমে নারীর উপস্থিতি আছে। কিন্তু নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নাই।" তিনি সংসদে নারীর প্রতিনিধিত্ব মাত্র ৫ থেকে ৬ শতাংশ বলেও মন্তব্য করেন।

    • কামাল আহমেদ (গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান): তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যমের পরিবর্তনের জন্য সুপারিশ করেছে, যা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সংস্কার বাস্তবায়নের দাবি তোলার আহ্বান জানান।

    • ড. হালিদা হানুম আখতার (নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য): তিনি গণমাধ্যমকে সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে বলেন, "গণমাধ্যমের চোখ বা লেন্সে হয়তো পরিবর্তন দরকার। শুধু পুরুষ নয়, নারীকেও সংবাদে তুলে ধরতে হবে।" তিনি সাংবাদিকতার প্রশিক্ষণকে আরও জেন্ডার সংবেদনশীল করার উপর জোর দেন।

  • পুরস্কার বিজয়ীদের তালিকা:

    • জাতীয় সংবাদপত্র শাখা:

      • চ্যাম্পিয়ন: মো: শাহেরীন আরাফাত, দৈনিক সমকাল।

      • রানার আপ: রফিকুল ইসলাম, ডেইলি সান; জাফর ইকবাল, দৈনিক কালবেলা; নাজনীন আখতার ও মানসুরা হোসাইন, প্রথম আলো।

    • স্থানীয় সংবাদপত্র শাখা:

      • চ্যাম্পিয়ন: আওয়াল শেখ, দৈনিক জন্মভূমি।

      • রানার আপ: শরীফুল রুকন, একুশে পত্রিকা।

    • টেলিভিশন শাখা:

      • চ্যাম্পিয়ন: মেহেরিন এ্যানি, এখন টিভি।

      • রানার আপ: জিনিয়া কবীর সূচনা, চ্যানেল ২৪।

    • অনলাইন সংবাদ পোর্টাল শাখা:

      • চ্যাম্পিয়ন: জুবায়ের আহমেদ, কালের কণ্ঠ।

      • রানার আপ: আল-আমিন হাসান আদিব, জাগোনিউজ২৪.কম; আরাফত জোবায়ের, ঢাকা পোস্ট; ইয়াসির আরাফাত রিপন, জাগোনিউজ২৪.কম।

    • বিজ্ঞাপন শাখা:

      • চ্যাম্পিয়ন: শাহেদ শাহরুখ, ট্রিম পিকচার মিডিয়া।

      • রানার আপ: হাসান রেজাউল, যন্ত্রাক্ষী ফিল্মস।

  • অন্যান্য অতিথি:

    • অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার-উল-করিম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন এবং জুরি বোর্ডের সদস্যবৃন্দ।

  • বিচারকমণ্ডলী:

    • জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বীর নেতৃত্বে বিচারকমণ্ডলীতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকগণ।

  • আয়োজক: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।

ইউ

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যান অ্যালি

ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করছে বিশ্ব: ড. ইউনূস

১২ দিনে প্রবাসী আয় ১১৮ কোটি ডলার

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও সহিংসতায় শিশু মৃত্যু

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাভাবিক কার্যক্রম চলমান

ভোজ্যতেলের দাম নিয়ে দুঃসংবাদ

সাংবাদিক দিল মনোয়ারা মনুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন: চোরকে কয় চুরি কর, গৃহস্থকে কয় সজাগ থাক

১৫ জন সাংবাদিককে ’গণমাধ্যম পুরস্কার–২০২৫’ প্রদান

ঢাকা সেনানিবাসের ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

স্ত্রী-কন্যাসহ ইসরায়েলে ট্রাম্প, ভাষণ দেবেন নেসেটে

স্কুল শিক্ষার্থীদের নিয়ে এমজেএফের কন্যা শিশু দিবস

পিআর’ আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল

হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন