ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, আশ্বিন ১৩ ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

English

ফেসবুক থেকে

প্রিয় নবীকে অন্তর থেকে ধারণ করতে হবে: তাপস 

ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ভর্তি ২৩৫৭

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ধর্মীয় শোভাযাত্রা

রূপপুরের জন্য প্রথমবার এলো পারমাণবিক জ্বালানি 

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা 

বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে ফের আবেদন খালেদার

শার্শায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী পালিত

পীরগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

দলিত আদিবাসীদের পক্ষে সংবাদ প্রকাশে মতবিনিময়

নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

চাখারে মহানবীর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে দোয়া

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

শেখ হাসিনাকে রুপার নৌকা উপহার দিতে চান শার্শার ফরিদা 

নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ফেসবুক থেকে বিভাগের সব খবর

সিনেমার নায়ক এবং বাস্তবের নায়ক

সিনেমার নায়ক এবং বাস্তবের নায়ক

অনেক বছর আগের কথা। তখন আমাদের একধাপ আগের সিনিয়ররা সিনেমা বলতে বাংলাদেশের চলচ্চিত্রই দেখত। মাঝেমধ্যে দূরদর্শনের কল্যাণে হিন্দি বা টালিউডি সিনেমাও দেখত তারা, হলিউডের সিনেমাও দেখত কেউ কেউ। সেসব ভিসিআর কিনে বা ভাড়া করে। আমরা তখনও শিশু, তাই ইংরেজি সিনেমা আমাদের দেখা বারণ ছিল। আমরা শুনে শুনে বড় হয়েছি, ইংরেজি সিনেমার সমার্থক শব্দ `ন্যা`কেড মুভি। সেগুলো আমাদের দেখা হতো না, এমনকি বাড়ির এডাল্ট নারীরাও সেসব দেখত না। আমাদের কিছু সিনিয়র কাজিন সেসব সিনেমা দেখত বলে তাদের সবাই খুব বাঁকা চোখেই দেখত। বিদেশি চলচ্চিত্র বলতে আমরা হঠাৎ হঠাৎ অনুমতি পেতাম, ব্রুস লি এর সিনেমা দেখার, সেসবও কম "ন্যা`কেড" ছিল বলে মনে হয় না! বিটিভিতে শুক্রবার বিকালে বাংলা সিনেমা দেখতাম, সেগুলো বেশ পুরাতন হতো। প্রতি মাসে বাড়ির মা খালারা হলে গিয়ে নতুন মুভি দেখে আসত, আমাদের নিতো বছরে একবার, কি দু`বার। সিনেমা দেখার অভ্যাস যেমনই থাক বা সিনেমার ধরণ যেমনই হোক, একটা জায়গায় হলিউড, বলিউড, ঢালিউড বা টালিউড যাই বলেন, এক ছিল। সেটা হলো নায়ক মানেই দেখতে সুন্দর হতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যানন্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যানন্দ

বাংলাদেশে মানুষের কল্যাণে কাজ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ হাতে গোনা মাত্র কয়েকটি প্রতিষ্ঠান। এদের কেউ কেউ দরিদ্র মানুষকে তিনবেলা খাদ্যের নিশ্চয়তা দিতে কাজ করে যাচ্ছে। আবার কেউ কেউ শিক্ষা, স্বাস্থ্যসহ জীবন মান উন্নয়নে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগও করছেন। আবার যারা ঘনিষ্ঠভাবে বিদ্যানন্দ বা এর প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাসকে জানেনা তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরছেন। তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের জবাবও তারা তথ্যের ভিত্তিতে দিয়ে যাচ্ছে।

শাবনূর ও মৌসুমির সঙ্গে ওমর সানির সম্পর্ক!

শাবনূর ও মৌসুমির সঙ্গে ওমর সানির সম্পর্ক!

‘‘শাবনূর মৌসুমির বিদায়ের পর আমাদের ফিল্ম ইণ্ডাষ্ট্রির উপুর্যুপরি বেহাল দশার কিছুটা উন্নতি হয়ত হতে চলেছে। তবে শাবনূর মৌসুমির গ্রহনযোগ্যতা আজও ভিন্নরকম। বিয়ে করে শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ী আবাস নিয়েছেন। বর্তমানে তিনি সিঙ্গেল মাদার। একমাত্র ছেলে আইজানকে নিয়ে শাবনূরের দিনলিপি অতিক্রান্ত হচ্ছে। শাবনূরকে তার লাখো ভক্ত প্রতিনিয়ত স্মরণ করছে। মৌসুমি বলতে গেলে চলচ্চিত্র থেকে সরে গেছেন। মৌসুমির তারকা খ্যাতির মানদণ্ড অনেক উঁচুতে। অভিনয় থেকে অনেকটা দূরে সরে গেছেন তিনি। গত বছর মৌসুমি ওমর সানির ব্যক্তিগত এবং অনভিপ্রেত একটি ইস্যু সোশাল মিডিয়ার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে ওমর সানির সরব হওয়া ছিল অনাকাঙ্ক্ষিত। উনার অপ্রত্যাশিত ভূমিকার কারণে মৌসুমির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। চার দেয়ালের ভেতরের ইস্যু পাবলিকের কাছে মুখরোচক করে দেয়ার কারণে মৌসুমির ভক্তদের হৃদয়ে আঘাত লেগেছে। ত্রিশ বছর ধরে চিত্রজগতে টিকে আছেন মৌসুমি। এটা যেনতেন ব্যাপার নয়। কেয়ামত থেকে কেয়ামত, খাইরুন সুন্দরীর মৌসুমিকে মানুষ বহুকাল মনে রাখবে। ব্যক্তিগত গত বছরে ঘটে যাওয়া সেই ব্যক্তিগত ইস্যুটি মৌসুমির ইমেজে কিছুটা আঁচড় খামচি তো দিয়েছেই। শেষে ব্যাপারটা "সেই তো নথ খসালি তবে কেন লোক হাসালি"- আদলে সমাধান হয়েছে। আসলে চার দেয়ালের ভেতরে বহু ঘটনা ঘটে যায়। এগুলো ফলাও করে প্রচার করতে হয়না।’