ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৮ অক্টোবর ২০২৫

English

জাতীয়

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ১৮ অক্টোবর ২০২৫

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

ছবি: উইমেনআই২৪ ডটকম

বাংলাদেশের সহিংস রাজনৈতিক সংস্কৃতি নারী ও তরুণদের রাজনৈতিক নেতৃত্ব থেকে দূরে ঠেলে দিচ্ছে। দলগুলোর মধ্যে যোগ্যতার চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়ার সংস্কৃতি এবং পিতৃতন্ত্রের দীর্ঘকালীন প্রভাব এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।

শনিবার (১৮ অক্টোবর) খুলনায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর আয়োজিত এক সংলাপে বক্তারা এই সতর্কতা উচ্চারণ করেন।

খুলনা প্রেস ক্লাবে সিজিএস-এর “নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?” শীর্ষক সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত সিজিএস-এর চলমান প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

মূল আলোচনা ও বাধা

  • সংঘাতপূর্ণ সংস্কৃতি: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতি আমানুল্লাহ এবং এনসিপি খুলনা জেলার সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী রাজনৈতিক অঙ্গনে নোংরা ভাষা ও অপরাজনীতির সমালোচনা করে বলেন, এই সংস্কৃতি চলমান থাকলে নারী ও তরুণরা রাজনীতিতে নিজেদের জায়গা খুঁজে পাবে না। ডা. চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে যে দেশপ্রেমের উন্মেষ ঘটেছিল, পুরনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তিতে তা ম্লান হয়ে যাচ্ছে।

  • পিতৃতন্ত্রের প্রভাব: সিপিবি খুলনার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার নারী নেতৃত্বের প্রধান বাধা হিসেবে পিতৃতন্ত্রকে চিহ্নিত করেন। তিনি বলেন, নারী-পুরুষের জন্য সমান সুযোগের ক্ষেত্র এখনো তৈরি হয়নি। রাজনৈতিক অঙ্গনে নিজেদের স্থান দেখতে না পাওয়ায় অনেক তরুণ দেশ ছাড়তে চাইছে। তিনি দলগুলোর মূল সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে না পারার বিষয়টির সমালোচনা করেন।

  • যোগ্যতা বনাম আনুগত্য: সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান সঞ্চালকের বক্তব্যে প্রশ্ন তোলেন, কেন খুলনা অঞ্চলে নারী ও তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ পড়ছেন। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সৃষ্ট প্রজন্মগত অনাস্থা এবং দলগুলোতে যোগ্যতার চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়ার সংস্কৃতির ওপর আলোকপাত করেন।

  • সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব: মুফতি আমানুল্লাহ দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হওয়ায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তিকে দেশের উন্নয়নের জন্য জরুরি বলে মত দেন।

নেতৃত্ব ও আশার কথা

  • নেতৃত্বে দেশপ্রেম ও সাহস: বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, নেতৃত্বের প্রথম শর্ত হলো দেশপ্রেম, এরপর আসে সাহস; দক্ষতা ও শিক্ষা তার পরের বিষয়। তিনি গ্রেটা থুনবার্গের উদাহরণ টেনে বলেন, নেতৃত্বের কোনো লিঙ্গ হয় না এবং বয়স কোনো বাধা নয়, প্রয়োজন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও মানুষকে অনুপ্রাণিত করার দক্ষতা।

  • তরুণরা জাতীয় সম্পদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল দেশের তরুণ জনগোষ্ঠীকে 'জাতীয় সম্পদ' হিসেবে বর্ণনা করেন। তিনি জুলাই অভ্যুত্থানের উদাহরণ টেনে বলেন, প্রবল ইচ্ছাশক্তির কাছে পারিবারিক, সামাজিক বা অর্থনৈতিক কোনো বাধাই নগণ্য নয় এবং তরুণদের ইচ্ছাশক্তি তৈরি করে সব বাধা ভেঙে ফেলার আহ্বান জানান।

কর্মশালা ও ভবিষ্যৎ পথ

প্যানেল আলোচনার পর, উপস্থিত তরুণ ও নারী প্রতিনিধিরা দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় দলীয় আলোচনার মাধ্যমে রাজনীতিতে নারী ও তরুণদের প্রতিবন্ধকতাগুলো আরও গভীরভাবে চিহ্নিত করা হয় এবং এর বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়।

ইউ

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রযুক্তিতে সহজ প্রতিবন্ধী ব্যক্তির জীবন

আবারো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রযুক্তির সুবিধা লাভে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধা

জুলাই সনদে নারীর অনুপস্থিতি, ফোরামের তীব্র প্রতিবাদ