ঢাকা, বাংলাদেশ

শনিবার, , ১৮ অক্টোবর ২০২৫

English

সারাদেশ

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

রীতা ভৌমিক 

প্রকাশিত: ১৫:৫৮, ১৮ অক্টোবর ২০২৫

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

ছবি: উইমেনআই২৪ ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠতে শুরু করেছে। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাবেক সংসদ সদস্য আলম খান গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা প্রান্তিক পর্যায়ের ভোটারদের কাছে তুলে ধরছেন।

গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা

  • প্রচারণার চিত্র: চাঁদপুর হাইমচর-৩ আসনে বর্তমানে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী সক্রিয় প্রচারণায় রয়েছেন। তাঁরা ইউনিয়নের অলিগলি থেকে শুরু করে হাট-বাজার, দোকানপাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

  • আলোচ্য বিষয়: প্রার্থীরা মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্য নিয়ে লিফলেট বিতরণ করছেন।

  • আলম খানের সক্রিয়তা: সাবেক এমপি আলম খান এই আসনে প্রতিযোগিতামূলক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং বিএনপির শাসনামলে এই অঞ্চলের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরছেন।

  • মনোনয়ন প্রত্যাশা: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগামী নির্বাচনে আলম খান বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফার পাশাপাশি, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত সমাজকে মূল্যায়িত করার প্রতিশ্রুতির কথা জানাচ্ছেন।

আলম খানের অতীত ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি

  • অতীতের ভূমিকা: আলম খান চাঁদপুর সদর ও তৎকালীন মতলব দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৩ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি মানুষের কল্যাণে এবং চাঁদপুরের উন্নয়নে কাজ করেছেন। বর্তমানে সীমানা পুনর্বিন্যাসের পর আসনটি চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত।

  • ৩১ দফার প্রচার: সাবেক এমপি আলম খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামোর ৩১ দফা তৈরি করেন। তিনি বর্তমানে সেই ৩১ দফার কথাগুলো প্রান্তিক পর্যায়ে লোকজনের কাছে পৌঁছে দিচ্ছেন এবং লোকজন তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে।

  • আধুনিক চাঁদপুর গড়ার অঙ্গীকার: তিনি বলেন, “আমি চাঁদপুর হাইমচরের সবার কাছে পরিচিত। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে সবাইকে নিয়ে আধুনিক চাঁদপুর গড়ে তুলব।”

  • দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা: তিনি আরও বলেন, দল চূড়ান্তভাবে যাকে মনোনয়ন দেবে, তার পক্ষ হয়ে কাজ করে নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করবেন।

ইউ

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান

চাঁদপুর-৩ আসনে আলম খানের গণসংযোগ

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক রহমান

জুলাই সনদ সংঘর্ষ: ৪ মামলায় ৯০০ আসামি

শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রযুক্তিতে সহজ প্রতিবন্ধী ব্যক্তির জীবন

আবারো ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রযুক্তির সুবিধা লাভে প্রতিবন্ধী ব্যক্তিদের বাধা

জুলাই সনদে নারীর অনুপস্থিতি, ফোরামের তীব্র প্রতিবাদ