ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ৩০ সেপ্টেম্বর ২০২৫

English

মিডিয়া

গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৫; আপডেট: ২১:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার

ছবি: উইমেনআই২৪ ডটকম

বাংলাদেশের ডিজিটাল ও জনপরিসর ক্রমবর্ধমান চাপে রয়েছে। সাংবাদিকদের ওপর সহিংসতা, ডিজিটাল দমন-পীড়ন বৃদ্ধি, লিঙ্গভিত্তিক অপতথ্য ছড়ানো এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা, এসব চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত চোখে পড়ছে। মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ রক্ষা ও প্রসারের প্রচেষ্টায় “সিভিক ডিফেন্ডারস অফ বাংলাদেশ” ওয়েব পোর্টালের সৃষ্টি। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেসরকারি অ্যাডভোকেসী প্রতিষ্ঠান ‘ভয়েস’ এর আয়োজনে রাজধানীর  ওয়াই ডব্লিউ সিএর মিলনায়তনে ডিজিটাল এবং নাগরিক স্থান প্রচার এবং লিঙ্গ ভ্রান্তি মোকাবেলায় সহযোগিতামূলক পদক্ষেপ" প্রকল্পের আওতায় "বাংলাদেশের নাগরিক রক্ষাকর্মী" বিষয়ক ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। 

ইউরোপীয় ইউনিয়নের আথিক সহায়তায়  ফ্রি প্রেস আনলিমিটেড,   আর্টিকেল ১৯ এবং মিডিয়া পাটনার দৈনিক ইত্তেফাক, ভয়েস যৌথভাবে কাজ করছে।

এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য  গণমাধ্যম, গুরুত্বপূর্ণ অংশীদার, উন্নয়ন সহযোগী, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া।    ডিজিটাল ও নাগরিক স্থান প্রচারের জন্য সহযোগিতামূলক পদক্ষেপ এবং লিঙ্গ বিকৃত তথ্যের বিরুদ্ধে লড়াই।

স্বাগত বক্তব্য দেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। আলোচনায় অংশ নেন  নীতি পর্যালোচক ড. অনন্য রায়হান, নারীবাদী অধিকার কর্মী সামিনা ইয়াসমিন, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ এবং আদিবাসী অধিকার কর্মী ডালিয়া চাকমা।  

এছাড়াও আলোচনায় অংশ নেন ইউ এনডিপির এস এস পি এস প্রোগ্রামের মনজুর  রশিদ,  দৈনিক ইত্তেফাকের সহ সম্পাদক সৈয়দ তাওসিফ মোনাওয়ার, নাগরিক উদোগের নাদিরা পারভীন প্রমুখ। 

ওয়েব পোর্টালটি উন্মোচনের পাশাপাশি “কোল্যাবোরেটিভ অ্যাকশন্স ফর প্রোমোটিং ডিজিটাল এন্ড সিভিক স্পেস এন্ড কমব্যাটিং জেন্ডার ডিজইনফরম্যাশন” প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভয়েস-এর উপ-পরিচালক মুশাররাত মাহেরা। 

মুশাররাত মাহেরা বলেন, ডিজিটালের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নারী ও বৈচিত্র্যময় মানুষ নিয়ে  যে প্রোপাগাণ্ডা ছড়ানো হয় তা বন্ধ করার জন্য সচেতনতা করাই  সিভিক স্পেসের কাজ।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “এই ওয়েব পোর্টালটি একটি প্রযুক্তিভিত্তিক নথির ভান্ডার হিসেবে কাজ করবে যা আসলে একটি নির্দিষ্ট সময়ের জনপরিসরে ঘটে যাওয়া ঘটনাগুলোর দলিল।  আগামীর গবেষক এবং অধিকারকর্মীদের জন্য এতে সমন্বিত তথ্যাবলি অত্যন্ত কর্যকর হবে বলে আমি আশা রাখি।“

প্যানেল আলোচনায় আলোচকরা বলেন , জনপরিসরে ঘটে যাওয়া বিভিন্ন অধিকার লঙ্ঘনের বিষয়গুলো সমন্বিতভাবে তুলে ধরার জন্য ভয়েসের এই উদ্যোগ অতি প্রশংসার দাবিদার। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব লিংগভত্তিক অপতথ্য ছড়িয়ে পড়ছে, তা নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার ও অংশগ্রহণমূলক সমাজ কাঠামো গঠনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।  

ড. অনন্য রায়হান বলেন, “ডিজিটাল ও নাগরিক পরিসরে অধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের সুরক্ষা জোরদার করার জন্য বাংলাদেশে কিছু আইনগত সংস্কার বা কাঠামো প্রয়োজন। সেক্ষেত্রে এই ধরনের ওয়েব পোর্টাল আইনব্যবস্থার সাহায্যকারী পরিপূরক হিসেবে কাজ করতে পারে।“ 

সামিনা ইয়াসমিন বলেন, “নারীবাদী আন্দোলন ও নারী অধিকার সংগঠনগুলো এই পোর্টালকে ব্যবহার করে লিঙ্গভিত্তিক অপতথ্যমূলক ক্যাম্পেইনের ক্ষতিকর দিক মোকাবিলা করতে পারে, নিরাপদ ডিজিটাল পরিসরের পক্ষে সোচ্চার হতে পারে এবং নাগরিক জীবনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের জন্যে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ। কারণ, সংবাদ মাধ্যমে আমরা নারী ও পুরুষের সংবাদের ভিন্নতা দেখি। এই বৈষম্যসহ অপতথ্যগুলো এই ওয়েব পোর্টালে উঠে আসা উচিত। “

উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ বলেন, “এই ওয়েব পোর্টালটি একটি অ্যাডভোকেসি ও ক্ষমতায়নের হাতিয়ার। এমন প্ল্যাটফর্মগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে যাতে যুবসমাজ, তৃণমূল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং বৃহত্তর নাগরিক পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে অবদান রাখতে পারে। এই প্ল্যাটফর্মটি একটি ইনফরমেশন টুল হিসেবে ব্যবহার করা যাবে।“ 

ডালিয়া চাকমা তার বক্তব্যে বলেন, “ওয়েব পোর্টালটির অন্যতম শক্তিশালী দিক হলো, জনপরিসরের অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যাচাই করে নথিভুক্ত করা হয়েছে। বাস্তব জীবনের ডিজিটাল ও নাগরিক পরিসরে অধিকার লঙ্ঘন এবং লিঙ্গভিত্তিক অপতথ্যের কেস স্টাডি গুলো শুধুমাত্র সচেতনতা বাড়াতেই নয়, বরং বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী, এমন কি নীতিনির্ধারকদের অর্থবহ পরিবর্তনের জন্যে উদ্বুদ্ধ করা যেতে পারে।“

বক্তারা বলেন, ওয়েব পোর্টালে  ড্যাশবোর্ড  ডিজিটাল এবং নাগরিক স্থান এবং লিঙ্গ ভ্রান্তি লঙ্ঘন, প্রকল্পের সমস্ত কার্যক্রম থেকে মূল ফলাফল এবং সংস্থানগুলি নথিভুক্ত তুলে ধরা হয়েছে ।  নির্দেশিকাগুলির মাধ্যমে  ভুক্তভোগীদের প্রাথমিক সহায়তা প্রদান করা হব। যা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং বৃহত্তর সম্প্রদায়কে সহায়তা প্রদানে কাজে লাগবে। 

সিভিক ডিফেন্ডার্স অফ বাংলাদেশ পোর্টাল ডিজিটাল এবং নাগরিক স্বাধীনতার বিরুদ্ধে চলমান ক্ষোভের প্রতি একটি দূরদর্শী, প্রযুক্তি-সক্ষম প্রতিক্রিয়া উপস্থাপন করে। শক্তিশালী ডকুমেন্টেশন, ভুক্তভোগী সহায়তা, সহায়তা সরঞ্জাম একত্রিত করে, এটি স্থানীয় বাস্তবতা এবং বৈশ্বিক মানের মধ্যে ব্যবধান পূরণ করবে। 

এটি কেবল একটি ডিজিটাল টুলের উপস্থাপনা নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, লিঙ্গ ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে লড়াই এবং প্রান্তিকদের ক্ষমতায়ন এবং   পরিবর্তনকারীদের একটি প্ল্যাটফর্ম।  

প্রমাণ-ভিত্তিক কৌশল এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণে পরিপূর্ণ, এই উদ্যোগটি এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে, সংযুক্ত সম্প্রদায়গুলি একটি প্রাণবন্ত গণতন্ত্রের ভিত্তি। সিভিক ডিফেন্ড ইংলিশ পোর্টাল ডিজিটাল যুগে নাগরিক স্থান রক্ষা, গণযোগ্যতা রক্ষা এবং মানবাধিকার অগ্রগতির জন্য নিবেদিতপ্রাণদের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

ইউ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণ, নারীপক্ষের নিন্দা

গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার

বিশ্ব হৃদপিণ্ড দিবস: স্পন্দন ধরে রাখতে চাই সতর্কতা

ফ্লাইওভার থেকে ট্রাক পড়ে গেল রিকশাচালকের প্রাণ

আনিসুল হকের পিএসের ১১৪ অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

তিন প্রকল্পে বাংলাদেশকে ৩,৬২৯ কোটি টাকা দেবে এডিবি

শীঘ্রই কর্মস্থলে সন্তান নেওয়ার আইনি অধিকার পাচ্ছেন নারী

নভেম্বর থেকে টিসিবির তালিকায় চাসহ ৪ নতুন পণ্য

সাকিবের বিরুদ্ধে অর্থপাচার অনুসন্ধানে নতুন কর্মকর্তা দুদকের

শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

আ.লীগের ২ সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৯তম জন্মদিন

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত

হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান