ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ০৭ জুলাই ২০২৫

English

বিচিত্র

বিয়ের ৫৪ বছর পর বাবা-মা হলেন গোপীচাঁদ-চন্দ্রাবতী

প্রকাশিত: ২১:৪০, ১০ আগস্ট ২০২২

বিয়ের ৫৪ বছর পর বাবা-মা হলেন গোপীচাঁদ-চন্দ্রাবতী

দীর্ঘ দাম্পত্য জীবনে প্রথমবার সন্তান পেয়ে খুশির হাওয়া প্রবীণ এই দম্পতির পরিবারে

দিনের পর দিন-মাসের পর মাস। বছরের পর বছর-যুগের পর যুগ কেটে যায়,তবুও প্রতীক্ষার অবসান হয় না। অবশেষে বিয়ের দীর্ঘ  ৫৪ বছর পর প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে। বাবা-মা হয়েছেন ভারতের রাজস্থানের বাসিন্দা ৭৫ বছর বয়সি গোপীচাঁদ সিংহ ও ৭০ বছর বয়সি চন্দ্রাবতী দেবী।

দীর্ঘ দাম্পত্য জীবনে প্রথমবার সন্তান পেয়ে খুশির হাওয়া প্রবীণ এই দম্পতির পরিবারে। চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা রাজস্থানে এটাই প্রথম।

৭০ বছর বয়সে মা হওয়ার ঘটনাকে কেউ বলবেন একে বলে ঈশ্বরের আশির্বাদ! দশকের পর দশক ধরে চেষ্টাতেও যা সম্ভব হচ্ছিল না, এবারে তা হল, গর্বিত বাবা-মা হলেন ওঁরা। বিয়ের ৫৪ বছর প্রথম সন্তানের মুখ দেখলেন প্রবীণ দম্পতি।

সম্প্রতি আইভিএফ পদ্ধতিতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গোপীচাঁদ ও চন্দ্রাবতী। এই বয়স্ক দম্পতির বাসস্থান রাজস্থান ও হরিয়ানা সীমান্ত এলাকা ঝুনঝুনুতে ।গোপীচাঁদ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন’র প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ভারতীয় সেনাদের সঙ্গে তিনি লড়েছেন। মুক্তিযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন।

প্রতিবেদনে জানা যায়, বহু চেষ্টাতেও সন্তানধারণ করা সম্ভব হচ্ছিল না দম্পতির পক্ষে। সন্তান লাভের আশায় ঘুরেছেন মন্দিরে মন্দিরে। হাসপাতালে নানা ধরনের চিকিৎসাও বাদ রাখেননি।

এমনকি দুইবার আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের চেষ্টাও করেছিলেন গোপী-চন্দ্রাবতী দম্পতি। কিন্তু ব্যর্থ হোন দু’বারই। তবে আশা ছাড়েননি। দেড় বছর আগে তৃতীয়বারের মতো আইভিএফ পদ্ধতির সাহায্য নেন তারা। আর এবারের চেষ্টায় ঘটে বিরল ঘটনা। ৯ মাস আগে গর্ভবতী হোন চন্দ্রাবতী। যদিও পুরো বিষয়টি নিয়ে উদ্বেগে ছিলেন চিকিৎসকরা। অন্যতম কারণ মায়ের বয়স। তবে ৭০ বছরের চন্দ্রাবতী এবার চিকিৎসকদের নিরাশ করেননি।

সব সমস্যা কাটিয়ে গত ৮ আগস্ট সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চন্দ্রাবতী। জানা গেছে, সন্তান এবং মা দুজনেই পুরোপুরি সুস্থ আছেন।

প্রসঙ্গত, ভারতে এত বেশি বছর বয়সে আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্মদানের এটাই সম্ভবত শেষ ঘটনা হতে চলেছে। কারণ দেশটিতে নতুন একটি আইন করা হয়েছে।  ওই আইনে বলা হয়েছে, বয়স ৫০-এর বেশি হলে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়া যাবে না। ২০২২ সালের জুন মাস থেকে নতুন এই আইন কার্যকর হয়েছে।

MS

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের

হার্ট ব্লকেজের এসব লক্ষণ এড়িয়ে যাচ্ছেন না তো?

ভৈরবে মোবাইল কোর্ট: ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

জুলাই সনদ: বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের নতুন দিশা

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের গেজেট প্রকাশ

গাজার মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে হামলায় ৭৪৩ ফিলিস্তিনি নিহত

এনসিপির নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু, সম্ভাব্য প্রার্থীদের তালিকা

সরাইলে শিশুর মরদেহ উদ্ধার

২৪ ঘণ্টায় দেশে নতুন ৩১৭ ডেঙ্গু রোগী শনাক্ত

কঠোর নিরাপত্তায় ঢাকায় তাজিয়া মিছিল সম্পন্ন

বিএনপি ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার প্রস্তাবে সম্মতি দিয়েছে

ঘরে ঢুকে ছুরিকাঘাত,আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু

জাপান যুক্তরাষ্ট্রের বাণিজ্য চাপে নতি স্বীকার করবে না

বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

ইসরাইল-ইরান সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি