ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২৬ অক্টোবর ২০২৫

English

রাজনীতি

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ অক্টোবর ২০২৫

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

ছবি সংগৃহীত

দেশের তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ, গণতান্ত্রিক সহাবস্থান ও বহুত্ববাদের চর্চাকে উৎসাহিত করতে 'ইনক্লুসিভ ডেমোক্রেসি' শীর্ষক এক কর্মশালা ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর সহযোগিতায় সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) এই ধারাবাহিক উদ্যোগের আয়োজন করে।

কর্মশালার মূল বক্তব্য:

জিল্লুর রহমান (প্রেসিডেন্ট, সিজিএস):

  • তিনি বলেন, গণতন্ত্র বা রাজনীতি নিয়ে কথা বলার সময় জনগণের ধারণা বা 'পারসেপশন' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • জিল্লুর রহমান উল্লেখ করেন, নির্বাচন নিজে গণতন্ত্রের নিশ্চয়তা না দিলেও নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রক্রিয়ায় প্রবেশ করা সম্ভব নয়।

  • দেশের জনসংখ্যার ৫০ শতাংশ নারী হওয়া সত্ত্বেও ঐতিহাসিক 'জুলাই সনদে' মাত্র ১৮টি দল স্বাক্ষর করেছে এবং নারী বা অন্যান্য সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব খুব বেশি দেখা যায়নি। তাই এই প্রক্রিয়ায় কিভাবে ঐক্যমত্য তৈরি হলো, তা ভাবনার বিষয়।

পারভেজ করিম আব্বাসী (নির্বাহী পরিচালক, সিজিএস):

  • তিনি বলেন, অতীতের নির্বাচন প্রক্রিয়ায় দেখা গেছে যারা ক্ষমতায় যেতেন, নির্বাচনের পর তাদের ক্ষমতা আকাশসম হয়ে যেত এবং পরাজিতদের খুঁজেও পাওয়া যেত না।

  • রাজনৈতিক সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টি স্বাভাবিকভাবেই উঠে আসে বলে উল্লেখ করেন।

  • আব্বাসী অর্থনৈতিক বঞ্চনাকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন, যেখানে একই গোষ্ঠী বারবার সুবিধা ভোগ করে। এছাড়াও, সাংস্কৃতিক বঞ্চনা এখন আরও স্পষ্টভাবে দৃশ্যমান, যা কখনো জোরপূর্বক বা কখনও কখনও রাষ্ট্রের সহায়তায় সমাজে চাপিয়ে দেওয়া হচ্ছে।

ফিলিক্স গ্রাদেস (রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ, এফইএস বাংলাদেশ):

  • এফইএস সামাজিক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে বলে জানান ফিলিক্স গ্রাদেস।

  • তিনি বলেন, বাংলাদেশ একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তিনি আশা করেন দেশের জনগণ একটি ন্যায্য ও সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা লাভ করবে।

  • তিনি জোর দিয়ে বলেন, "রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতাও সম্ভব নয়।"

  • তিনি মন্তব্য করেন যে, সংখ্যালঘুদের অধিকার প্রশ্নটি বিশ্বব্যাপী গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং "সংখ্যাগরিষ্ঠের দৌরাত্ম্য ও ক্ষমতার অপব্যবহার কতিপয়ের হাতে ক্ষমতার অপব্যবহারের চেয়ে কোনো অংশে ভালো নয়।"

কর্মশালার সূচনা বক্তব্য দেন সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান এবং বক্তব্য রাখেন সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী ও এফইএস বাংলাদেশ এর রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ ফিলিক্স গ্রাদেস। দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও গণতন্ত্রের ভিত্তি, আদর্শগত ব্যবধান ও সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন লেখক ও গবেষক মাহা মির্জা।

ইউ

উদীচীর সভাপতি রতন সিদ্দিকী, সম্পাদক কংকন নাগ

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

আইএলও’র ৩ চুক্তিতে সই, বাস্তবায়নের তাগিদ ’নারীপক্ষ’র

শিশু আইন ২০১৩ সংশোধন জরুরি: শারমীন এস মুরশিদ

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টার সতর্কতা

মৌসুমীকে সন্দেহ করতেন সামিরা: সালমানের ম্যানেজার

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বিএনপি

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি

মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান

সালমান-শাবনূরের গোপন তথ্য সামিরাকে দিতেন ডন

নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা

কার্গো ভিলেজে আগুন: আসছে ৪ দেশের বিশেষজ্ঞ

খসড়া না দেখে জুলাই সনদে সই নয়: এনসিপি