ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২৬ অক্টোবর ২০২৫

English

জাতীয়

শিশু আইন ২০১৩ সংশোধন জরুরি: শারমীন এস মুরশিদ

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৬, ২৫ অক্টোবর ২০২৫; আপডেট: ১৯:৪৬, ২৫ অক্টোবর ২০২৫

শিশু আইন ২০১৩ সংশোধন জরুরি: শারমীন এস মুরশিদ

ছবি: উইমেনআই২৪ ডটকম

শিশুদের সুরক্ষা, ন্যায়বিচার ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে 'শিশু আইন ২০১৩' সংশোধনের ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি উল্লেখ করেন, আইনের বিধিমালা প্রস্তুত না হওয়া এবং একই মামলায় শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি জড়িত থাকলে বিচারকার্য পরিচালনায় জটিলতা সৃষ্টি হওয়ায় দৈনিক কার্যক্রমে সমস্যা হচ্ছে।

আজ শনিবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত 'শিশু আইন ২০১৩: সংশয়, বিভ্রান্তি ও অসংগতি' শীর্ষক জাতীয় মতবিনিময় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আইন সংশোধনের কারণ ও জটিলতা:

  • আইনের লক্ষ্য: উপদেষ্টা বলেন, শিশু আইন ২০১৩-এর মূল লক্ষ্য হলো শিশুদের সুরক্ষা, ন্যায়বিচার, পুনর্বাসন এবং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করা।

  • বাস্তবায়নের সমস্যা: আইনের বিধিমালা প্রস্তুত না হওয়ায় এবং একই মামলায় শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি জড়িত থাকলে ভিন্ন ভিন্ন আদালতে বিচারকার্য অনুষ্ঠানে জটিলতা দেখা দিচ্ছে।

  • কর্মকর্তাদের দৈনন্দিন সমস্যা: আইনের ৫ ধারায় বর্ণিত প্রবেশন কর্মকর্তা ও ১৪ ধারায় বর্ণিত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে এই জটিলতার কারণে দৈনন্দিন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিশেষ অতিথিদের বক্তব্য ও আলোচনা:

ওয়ার্কশপে শিশু আইন ২০১৩ সম্পর্কিত সংশয়, বিভ্রান্তি ও অসংগতি সমূহ চিহ্নিত করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথির বক্তৃতা করেন।

  • উপদেষ্টার আহ্বান: শারমীন এস মুরশিদ উল্লেখ করেন, আইনটিতে ঘাটতি রয়েছে এবং যারা মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কাজ করেন, তাদের সকলেরই এই শিশু সুরক্ষার আইনের ঘাটতি পূর্ণ করার জন্য কাজ করা উচিত।

  • শিশুর প্রতি ফোকাস: তিনি বলেন, শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য বাংলাদেশের সব রাজনীতি, রেওয়াজ, কালচার, আইন—সবকিছুই শিশুদের জন্য ফোকাস করা উচিত। তিনি মনে করেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

কর্মশালার অংশগ্রহণ:

কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফসহ অন্যান্য জাতিসংঘ সংস্থা, নাগরিক সমাজের সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং ব্লাস্ট-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শিশু অধিকার বিশেষজ্ঞ, বিচার বিভাগের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, প্রবেশন অফিসার এবং বিচারবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনা শেষে শিশু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিদ্যমান পদ্ধতিগুলিকে সহজ করার জন্য সুপারিশগুলো প্রস্তাব করা হয়েছে।

ইউ

উদীচীর সভাপতি রতন সিদ্দিকী, সম্পাদক কংকন নাগ

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

আইএলও’র ৩ চুক্তিতে সই, বাস্তবায়নের তাগিদ ’নারীপক্ষ’র

শিশু আইন ২০১৩ সংশোধন জরুরি: শারমীন এস মুরশিদ

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টার সতর্কতা

মৌসুমীকে সন্দেহ করতেন সামিরা: সালমানের ম্যানেজার

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বিএনপি

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি

মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান

সালমান-শাবনূরের গোপন তথ্য সামিরাকে দিতেন ডন

নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা

কার্গো ভিলেজে আগুন: আসছে ৪ দেশের বিশেষজ্ঞ

খসড়া না দেখে জুলাই সনদে সই নয়: এনসিপি