
ছবি সংগৃহীত
প্রেমে পড়ে পরিবার রাজি না হলে কেউ হয়তো গান লেখেন, কেউ কবিতা। কিন্তু রাজস্থানের এক যুবক করলেন তারচেয়েও বেশি সিনেমাটিক কিছু, সরাসরি চড়ে বসলেন হাইটেনশন টাওয়ারের মাথায়!
ঘটনাটা কী?
-
জায়গা: রাজস্থানের বেওয়ার।
-
কারণ: পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে পরিবার রাজি হয়নি।
-
কাণ্ড: রাগে-অভিমানে উঠে পড়লেন নির্মীয়মাণ হাইটেনশন টাওয়ারে।
-
দৃশ্য: টাওয়ারের মাথায় দাঁড়িয়ে যুবক, আর নীচে হাটবাজারের মতো ভিড়!
এরপর কী হলো?
-
খবর পেয়ে পুলিশ এসে ঘণ্টাখানেক বোঝানোর পর যুবককে নামাতে সক্ষম হয়।
-
ভাগ্য ভালো, টাওয়ারটি নির্মীয়মাণ থাকায় তাতে বিদ্যুৎ সংযোগ ছিল না।
-
না হলে রোম্যান্টিক কাণ্ড একেবারেই বিদ্যুতায়িত ট্র্যাজেডি হয়ে যেত!
-
পুলিশ যুবককে আটক করেছে।
ভিডিওর হইচই
-
ইনস্টাগ্রামে ‘ইমরান কায়ামখানি০৬’ নামের এক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয় ভিডিও।
-
ভিউ: ৫ কোটিরও বেশি!
-
কমেন্ট বক্সে কেউ লিখেছেন—“ভাই, শোলে সিনেমার ভীরুর রিমেক নাকি?”
-
কেউ আবার বিরক্ত হয়ে বলছেন—“এমন কাণ্ডে প্রাণ যায়নি, ভাগ্যিস!”
নেটিজেনদের প্রতিক্রিয়া
-
মজা: “এই প্রেম সত্যিই হাইটেনশন!”
-
বিরক্তি: “এমন নাটক করে রাস্তাঘাট অকারণে অচল করা উচিত নয়।”
-
তুলনা: ধর্মেন্দ্রর "জলট্যাঙ্ক প্রেম ঘোষণা"-র সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অনেকে।
ভালোবাসা অন্ধই বটে, তবে এভাবে হাইটেনশন টাওয়ারে উঠে ঝুঁকি নেওয়া যে মোটেও স্বাস্থ্যকর প্রেম নয়—তা বলছেন সবাই! আনন্দবাজার অনলাইন
ইউ