ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা হকের বিরুদ্ধে হত্যা মামলার (মামলার এক নম্বর আসামি) উত্তাপের মধ্যেই এবার মুখ খুললেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, চিত্রনায়ক ডন (মামলার চার নম্বর আসামি) সালমান শাহ ও শাবনূরের নামে মিথ্যা তথ্য পাচার করতেন সামিরার কাছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে সালমান শাহ হত্যা মামলা ও সংশ্লিষ্ট ব্যক্তি, বিশেষ করে খলনায়ক ডনকে নিয়ে কথা বলেন শাহরান চৌধুরী।
শাহরানের মূল বক্তব্যসমূহ:
-
ডনের প্রতি অভিযোগ: শাহরান চৌধুরী খলনায়ক ডনকে উদ্দেশ্য করে বলেন যে, ডন অভিনয় গুণ না থাকা সত্ত্বেও সালমান শাহের বিশেষ অনুরোধে সিনেমায় কাজের সুযোগ পেতেন। আর ডনই ছিলেন সেই ব্যক্তি যিনি সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য সামিরার কাছে ছড়াতেন।
-
পরিবার নিয়ে মিথ্যাচার: ডন বিভিন্ন অনুষ্ঠানে সালমানের পরিবার নিয়েও মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন শাহরান।
-
অতীত স্মরণ: শাহরান ডনকে তার অতীত মনে করিয়ে দিয়ে বলেন, "আমি বলব, আপনার কর্মের জন্য আপনি মাফ চান। আল্লাহর কাছে মাফ চান।" তিনি ইঙ্গিত দেন, ডন বগুড়া থেকে কী কারণে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন, তা তার ভাই সালমান শাহ তাকে জানাতেন।
-
সামিরার প্রতি ভালোবাসা: সাবেক ভাবি সামিরাকে নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন শাহরান চৌধুরী। তিনি বলেন, "আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো।" পালিয়ে বিয়ে করার পরও সালমানের পরিবার তাদের ফেলে দেয়নি, সেই বিষয়টি তিনি সামিরাকে স্মরণ করিয়ে দেন।
-
আত্মহত্যার যুক্তি খণ্ডন: শাহরান ক্ষোভ প্রকাশ করে বলেন, সামিরাসহ অন্য আসামিরা যে যুক্তি দেয় যে সালমান শাহর আত্মহত্যার প্রবণতা ছিল—সেই বিষয়ে তাদের ভাবা উচিত, "আপনার সঙ্গে পরিচয়ের আগপর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহর।"
মামলার প্রেক্ষাপট: নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এটিকে 'আত্মহত্যা' দাবি করলেও পরিবার এটিকে 'সুপরিকল্পিত হত্যা' বলে আসছে। মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি সালমানের মামা আলমগীর কুমকুম সামিরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইউ





