ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২৬ অক্টোবর ২০২৫

English

জাতীয়

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ২৫ অক্টোবর ২০২৫

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে 'অনৈতিক সম্পর্কের' অভিযোগে এক নারীকে বিচার বহির্ভূতভাবে প্রকাশ্যে মারধর ও জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আইনি সহায়তা ও মানবাধিকার সংগঠন ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট)। সংগঠনটি সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘনকারী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ঘটনার বিবরণ:

  • সময় ও স্থান: গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে 'অনৈতিক সম্পর্কের' অভিযোগে স্থানীয় জনগণ এক নারী ও এক ব্যক্তিকে আটক করে।

  • প্রকাশ্যে শাস্তি: ২২ অক্টোবর ২০২৫ তারিখে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং ২১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্র থেকে জানা যায়, আটককৃত ঐ নারীকে স্থানীয় এক ইউপি সদস্য প্রকাশ্যে তার দুই হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করেন, চুল ধরে টানাহেঁচড়া করেন এবং গালমন্দ করেন। লাঠির আঘাতে ঐ নারী চিৎকার করে বাঁচার আকুতি জানালেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

  • জোরপূর্বক বিয়ে: পরদিন ১৭ অক্টোবর ২০২৫ তারিখে উক্ত ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ ডেকে ভুক্তভোগী নারীর স্বামীর সিদ্ধান্তে ফোনালাপের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ করানো হয়। একইসাথে, যে ব্যক্তির সাথে উক্ত নারীকে আটক করা হয়েছিল, তার সাথে পাঁচ লক্ষ টাকা কাবিনে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।

ব্লাস্টের অবস্থান ও দাবি:

ব্লাস্ট এক বিবৃতিতে এই বিচার বহির্ভূতভাবে শাস্তি প্রদানের ঘটনাকে বেআইনি ও অমানবিক ঘোষণা করেছে।

  • সুপ্রিম কোর্টের রায়ের লঙ্ঘন: সংগঠনটি উল্লেখ করেছে, এ ধরনের কর্মকাণ্ড ২০১০ সালের সুপ্রিম কোর্টের রায়ের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, যেখানে বিচার বহির্ভূতভাবে আরোপিত সকল ধরণের শাস্তি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য।

  • আইনি সাংঘর্ষিকতা: এভাবে একজন নারীকে শাস্তি প্রদান বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), ৩১ (আইনের আশ্রয়-লাভের অধিকার), ৩২ (জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ), এবং ৩৫(৫) (নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড নিষিদ্ধ) সহ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (CEDAW) ও নির্যাতন বিরোধী সনদের (CAT) সঙ্গেও সম্পূর্ণ সাংঘর্ষিক।

  • অন্যান্য দাবি: ব্লাস্ট এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভুক্তভোগীর ছবি সম্বলিত ভিডিও/কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণের বিশেষ আবেদন জানিয়েছে।

ইউ

উদীচীর সভাপতি রতন সিদ্দিকী, সম্পাদক কংকন নাগ

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

আইএলও’র ৩ চুক্তিতে সই, বাস্তবায়নের তাগিদ ’নারীপক্ষ’র

শিশু আইন ২০১৩ সংশোধন জরুরি: শারমীন এস মুরশিদ

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টার সতর্কতা

মৌসুমীকে সন্দেহ করতেন সামিরা: সালমানের ম্যানেজার

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বিএনপি

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি

মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান

সালমান-শাবনূরের গোপন তথ্য সামিরাকে দিতেন ডন

নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা

কার্গো ভিলেজে আগুন: আসছে ৪ দেশের বিশেষজ্ঞ

খসড়া না দেখে জুলাই সনদে সই নয়: এনসিপি