ঢাকা, বাংলাদেশ

রোববার, , ২৬ অক্টোবর ২০২৫

English

জাতীয়

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২৫ অক্টোবর ২০২৫

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

ছবি: উইমেনআই২৪ ডটকম

দেশে সাইবার বুলিংয়ের শিকারদের মধ্যে ৮০ শতাংশই নারী ও কিশোরী। রিভেঞ্জ পর্ন, ভুয়া প্রোফাইল ও অশালীন বার্তার মাধ্যমে নিয়মিত হয়রানির শিকার হয়ে তারা মারাত্মকভাবে মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সাইবার হয়রানি রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বক্তারা।

২৪ অক্টোবর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে সামাজিক সংগঠন ‘দ্য বাংলাদেশ রেজোনেয়ার (টিবিআর)’ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

সাইবার হয়রানি ও মানসিক স্বাস্থ্য

  • ভিকটিম নারী: গবেষণায় দেখা গেছে, সাইবার বুলিংয়ের শিকারদের মধ্যে ৮০ শতাংশ নারী ও কিশোরী।

  • মানসিক স্বাস্থ্য সংকট: প্রতি দশজন নারী ভুক্তভোগীর একজন মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারে আক্রান্ত হন।

  • অপরাধের ধরন: তারা নিয়মিতভাবে রিভেঞ্জ পর্ন, ভুয়া প্রোফাইল তৈরি ও অশালীন বার্তার মাধ্যমে হয়রানির শিকার হন।

রাজনীতিতে সাইবার বুলিংয়ের প্রভাব

  • রাজনৈতিক কর্মীদের টার্গেট: বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী রাজনৈতিক কর্মীরা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, হুমকি ও মানহানিকর প্রচারণার শিকার হচ্ছেন, যা তাদের গণতান্ত্রিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে।

  • বিশ্ববিদ্যালয় রাজনীতিতে প্রভাব: এমনকি বিশ্ববিদ্যালয় রাজনীতিতেও ছাত্র সংসদ নির্বাচনের সময় ধর্ষণের হুমকি ও চরিত্রহননের মতো ঘটনা ঘটেছে।

  • উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ: ২০২২ সালে রিপোর্টকৃত অনলাইন অপরাধের ৫২ শতাংশই ছিল সাইবার বুলিং সম্পর্কিত, যার একটি উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

আইনের প্রয়োগ এবং লক্ষ্য

বক্তারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-সহ বিভিন্ন নীতি গ্রহণ করলেও বাস্তব প্রয়োগে ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে জেনারেশনুজেড (Generation Z) নারী ব্যবহারকারীরা অনলাইন সহিংসতার সবচেয়ে বড় ভুক্তভোগী।

সেমিনারের মূল লক্ষ্য ছিল অনলাইন হয়রানির ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক পুনরুদ্ধার ও ক্ষমতায়নের পথ প্রদর্শন, এবং তরুণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহ জোগানো।

চেয়ারপারসনের মন্তব্য:

বাংলাদেশ রেজোনেয়ারের চেয়ারপারসন জান্নাতুন নওরীণ উর্মি বলেন, "এই উদ্যোগ শুধু অনলাইন নিরাপত্তার বিষয় নয়; বরং তরুণ রাজনৈতিক কর্মীদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা। আমাদের লক্ষ্য এমন একটি ডিজিটাল বাংলাদেশ গড়া, যেখানে তরুণীরা হয়রানির ভয় ছাড়াই নেতৃত্ব দিতে পারে।"

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রাহানুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফ জালাল খান, সাংবাদিক সানজিদা ইসলাম জুঁই এবং ভারতের পলিটি অ্যাকশন ল্যাবের প্রতিষ্ঠাতা নিবেদিতা বিশ্বাস। সেমিনারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, 'দ্য বাংলাদেশ রেজোনেয়ার (টিবিআর)' সমাজের তরুণ ও নারী শ্রেণির মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, রাজনৈতিক অধিকার ও সাইবার বুলিং প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে।

ইউ

উদীচীর সভাপতি রতন সিদ্দিকী, সম্পাদক কংকন নাগ

চৌদ্দগ্রামে সালিশে নারীকে প্রকাশ্যে মারধর: ব্লাস্টের নিন্দা

সাইবার হয়রানির শিকার নারীরা, ডিপ্রেশনে ভোগেন অনেকে

তরুণ রাজনীতিকদের সংলাপ: গণতন্ত্র ও স্থিতিশীলতার তাগিদ

আইএলও’র ৩ চুক্তিতে সই, বাস্তবায়নের তাগিদ ’নারীপক্ষ’র

শিশু আইন ২০১৩ সংশোধন জরুরি: শারমীন এস মুরশিদ

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টার সতর্কতা

মৌসুমীকে সন্দেহ করতেন সামিরা: সালমানের ম্যানেজার

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বিএনপি

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারকে শ্লীলতাহানি

মোট জিডিপির ৪৬ শতাংশ ঢাকার অবদান

সালমান-শাবনূরের গোপন তথ্য সামিরাকে দিতেন ডন

নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা

কার্গো ভিলেজে আগুন: আসছে ৪ দেশের বিশেষজ্ঞ

খসড়া না দেখে জুলাই সনদে সই নয়: এনসিপি