ফাইল ছবি
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের ম্যানেজার মো. মুনসুর আলী দাবি করেছেন, তার প্রাক্তন স্ত্রী সামিরা হকের সন্দেহের কারণেই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ ও মৌসুমী জুটি। শোবিজ অঙ্গনে সালমান শাহ ও শাবনূরের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের হলেও, মুনসুর আলী সেই ধারণাকে নাকচ করে দিয়েছেন।
একটি গলমাধ্যসের বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত হয়ে মো. মুনসুর আলী প্রয়াত নায়ক সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রথমবারের মতো প্রকাশ করেন।
ম্যানেজারের মূল বক্তব্যসমূহ:
-
জুটি ভাঙার কারণ: মো. মুনসুর আলীর দাবি, সালমান শাহ ও মৌসুমীর জুটি ভেঙে যাওয়ার মূল কারণ ছিলেন প্রাক্তন স্ত্রী সামিরা হক। ম্যানেজার বলেন, "সামিরা ভাবী মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন।"
-
'দেনমোহর'-এর পর সিদ্ধান্ত: মুনসুর আলী জানান, 'দেনমোহর' সিনেমার পর সালমান শাহ আর কোনো ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি। 'দেনমোহর'-এর পর আরও একটি ছবির প্রস্তাব এসেছিল, যেখানে মৌসুমী থাকায় সালমান শাহ তা প্রত্যাখ্যান করেন।
-
সালমান শাহর বক্তব্য: এই সিদ্ধান্ত প্রসঙ্গে সালমান শাহ ম্যানেজারকে বলেছিলেন, "তোমার ভাবী আমায় এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করবো না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।"

-
শাবনূরের সঙ্গে নতুন জুটি: মুনসুর আলীর দাবি, সামিরার সন্দেহের ফলেই সালমান শাহ-মৌসুমী জুটি ভেঙে যায় এবং এরপর 'তুমি আমার' সিনেমার মাধ্যমে সালমান শাহ চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন।
-
শাবনূর প্রসঙ্গে: শাবনূরের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ম্যানেজার মুনসুর আলী বলেন, শাবনূরের সঙ্গে প্রথম দেখাতেই সালমান শাহ তাকে 'ছোট বোন' বলে সম্বোধন করেছিলেন। তিনি আরও বলেন, "কোনো নায়িকাকেই কুনজরে দেখতেন না সালমান শাহ। শুটিং শেষ হলে কখনো কারো সাথে বসে আড্ডা দিতেন না। দ্রুত বাড়ি ফিরে যেতে ব্যস্ত হয়ে পড়তেন।"
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যু হয়। অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক এটিকে 'আত্মহত্যা' দাবি করলেও পরিবার এটিকে সুপরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে।
ইউ





