
ফাইল ছবি
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “আপনারা কেউই হারেননি, মানুষ আপনাদের ভালোবেসেছে। হল ও কেন্দ্রীয় পর্যায়ের প্রত্যেক ভোটারকে আপনারা ধরে রাখুন। তাদের বিশ্বাসকে আগামী বছর অন্য মাত্রায় পৌঁছান।”
বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
মানসুরা আলম লিখেছেন—
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভোটারও যদি কাউকে বিশ্বাস করে, তার মর্যাদা দেওয়া জরুরি।
-
হাজার হাজার শিক্ষার্থী ছাত্রদলের প্রার্থীদের ভালোবেসেছে এবং আস্থা রেখেছে।
-
প্রার্থীরা ইনডিসেন্ট সংখ্যক ভোট পাননি, বরং উল্লেখযোগ্য ভোটে শিক্ষার্থীদের আস্থা প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, “শুনেছি এইবার বিশাল প্রজেক্ট নিয়ে একদল এগিয়েছিল। ৫৫ বছরের ব্যাকফুটে থাকা রাজনীতির জন্য এই গেইম প্ল্যান দরকার ছিল। আমাদের দরকার ছিল মানুষের আস্থা ধীরে ধীরে অর্জন করা, রাজনীতি বিমুখ প্রজন্মকে সচেতন করে তোলা।”
ছাত্রদলের প্রার্থী আবিদের প্রসঙ্গ টেনে মানসুরা উল্লেখ করেন, যে পাঁচ হাজার শিক্ষার্থী তাকে ভোট দিয়েছে, তারা আবিদকেই চিনে ভোট দিয়েছে, কোনো ভিন্ন ছদ্মবেশে নয়।
মেয়েদের হলে প্রার্থীদের প্রাপ্ত ভোট নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি। “এক মাস আগেও যেখানে হল কমিটির বিরুদ্ধে ক্যাম্পেইন হয়েছে, সেখানে এ সংখ্যাগুলো আমাদের গর্ব।”
আগামী দিনের আশা ব্যক্ত করে তিনি বলেন, “আপনারা পারবেন, সামনের বছর আপনাদের বছর হবে। সচেতন শিক্ষার্থীদের নিয়ে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের ক্যাম্পাস গড়বেন, প্রতিরোধ গড়বেন সমস্ত অশুভের বিরুদ্ধে।”
বাইরের সমালোচকদের উদ্দেশে মানসুরা লেখেন, ছাত্রদলের কর্মীরা গ্রুপিং বা ইগো পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। “আমাদের দায়বদ্ধতা বাইরে থেকে বোঝা যাবে না। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষার্থীদের চেতনায় গড়ে উঠবে। প্রতিশ্রুতি দিয়ে নয়, পরিবর্তনেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
ইউ