ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১৯ অক্টোবর ২০২৫

English

অপরাধ

সাত ঘণ্টা জিম্মি রেখে যুবকের অ্যাকাউন্ট থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২২:১৩, ২০ জুলাই ২০২৫

সাত ঘণ্টা জিম্মি রেখে যুবকের অ্যাকাউন্ট থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে শাহজাহান বাদশা (২৮) নামের এক যুবককে সাত ঘণ্টা ধরে জিম্মি করে নগদ অর্থ ও ব্যাংক বুথ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় প্রাইভেট কারে উঠেছিলেন, যেখানে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত এই ঘটনা ঘটে। শাহজাহান বাদশা শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মো. বাবুলের ছেলে। তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।


শাহজাহান জানান, তিনি রোববার সকালে ঢাকায় একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন এবং রাতে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। নিরাপদ মনে হওয়ায় তিনি যাত্রীভর্তি একটি প্রাইভেট কারে ওঠেন। কিন্তু কিছুক্ষণ পর গাড়ির ভেতরের চারজন দেশীয় অস্ত্র দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ অর্থ, স্মার্টফোন ও চারটি ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। এরপর পিন জেনে আশপাশের বুথ থেকে ৬ লাখ টাকা তুলে নেয় তারা। তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকাও তারা নিয়ে নেয়।

একপর্যায়ে তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং অন্য একজনের ফোনে নিজের ফেসবুক আইডি ব্যবহার করে ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার বর্ণনা দেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘থানায় জানিয়ে আমি আবার ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। পুরো ঘটনা জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে। কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে গাড়িতে উঠেছিলেন, তাই আমরা নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।’

সূত্র: প্রথম আলো

//এল//

স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় আমরাই পারি জোটের উদ্বেগ

সবুজায়ন-বৃষ্টির পানি সংরক্ষণে সৌদি সহযোগিতা চাইলেন উপদেষ্টা

কার্গো ভিলেজ আগুন: পোশাক শিল্পে বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

বুলেটপ্রুফ গাড়ি ও মিনিবাস কিনছে বিএনপি

রমজানের আগেই নির্বাচন হবে, বিতর্কিত কেউ দায়িত্বে থাকবে না: ইসি

শিক্ষকদের ৫% বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, শহীদ মিনারে

ওমানে আট প্রবাসীর প্রাণহানি, মরদেহ দেশে প্রত্যাবর্তন

বিশেষ ব্যবস্থা থাকলেও মেট্রোতে বিড়ম্বনায় প্রতিবন্ধী ব্যক্তি

বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা: সিইসি

ভূমি কমিশন সভা স্থগিত, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ক্ষোভ

রক-এন-রোল-এর রাজপুত্র: আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে স্মৃতির অর্ঘ্য

নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিশনে ভিন্নতা

সহিংস রাজনীতিতে কমছে নারী ও তরুণদের নেতৃত্ব

নবায়নযোগ্য জ্বালানিতে সরকারি নেতৃত্ব চাই: রিজওয়ানা হাসান