ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২১ জুলাই ২০২৫

English

অপরাধ

সাত ঘণ্টা জিম্মি রেখে যুবকের অ্যাকাউন্ট থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ

উইমেনআই২৪ ডেস্কঃ

প্রকাশিত: ২২:১৩, ২০ জুলাই ২০২৫

সাত ঘণ্টা জিম্মি রেখে যুবকের অ্যাকাউন্ট থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে শাহজাহান বাদশা (২৮) নামের এক যুবককে সাত ঘণ্টা ধরে জিম্মি করে নগদ অর্থ ও ব্যাংক বুথ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তিনি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় প্রাইভেট কারে উঠেছিলেন, যেখানে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১টা পর্যন্ত এই ঘটনা ঘটে। শাহজাহান বাদশা শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মো. বাবুলের ছেলে। তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।


শাহজাহান জানান, তিনি রোববার সকালে ঢাকায় একটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন এবং রাতে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। নিরাপদ মনে হওয়ায় তিনি যাত্রীভর্তি একটি প্রাইভেট কারে ওঠেন। কিন্তু কিছুক্ষণ পর গাড়ির ভেতরের চারজন দেশীয় অস্ত্র দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ অর্থ, স্মার্টফোন ও চারটি ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। এরপর পিন জেনে আশপাশের বুথ থেকে ৬ লাখ টাকা তুলে নেয় তারা। তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকাও তারা নিয়ে নেয়।

একপর্যায়ে তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং অন্য একজনের ফোনে নিজের ফেসবুক আইডি ব্যবহার করে ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার বর্ণনা দেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘থানায় জানিয়ে আমি আবার ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। পুরো ঘটনা জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে। কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে গাড়িতে উঠেছিলেন, তাই আমরা নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।’

সূত্র: প্রথম আলো

//এল//

সাত ঘণ্টা জিম্মি রেখে যুবকের অ্যাকাউন্ট থেকে তুলে নিল সাড়ে ৬ লাখ

ভাস্কর্য শিল্পী হামিদুজ্জামান খান-এর মৃত্যুতে উদীচীর শোক

ইয়াসমিন মেমোরিয়াল পদক পেল গণস্বাস্থ্যের ক্যান্সার প্রতিরোধ বিভাগ

সাংবাদিক ফরিদা আখতার খানের চলে যাওয়ার দিন আজ

পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

শেখ হাসিনা-ঘনিষ্ঠরা লন্ডনে সম্পত্তি বিক্রির চেষ্টায়: গার্ডিয়ান

৫ উইকেট খুইয়ে বিপর্যয়ে পাকিস্তান

শেখ হাসিনাসহ ২৩ জনের প্লট দুর্নীতি মামলা বদলি

গাজায় চিকিৎসার্থীদের ওপর হামলা, নিহত ৬৭

সব জনগোষ্ঠীর মর্যাদায় নতুন সংবিধান চাই: নাহিদ

জুলাই গণহত্যা মামলায় ৪৫ জনের তদন্তে ৩ মাসের নির্দেশ

টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি: রিজওয়ানা

ভাস্কর হামিদুজ্জামান খানের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী