
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাস। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার (১৬ জুলাই) রাতে।
এদিন রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম (২৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর ঘণ্টাখানেক পার না হতেই রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে পুরো মোহাম্মদপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ইব্রাহিম। এ সময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে হেফাজতে নেয়। আটক দুই ব্যক্তির নাম সজীব (৩২) ও রুবেল (৩৫) বলে জানা যায়। হামলায় ব্যবহৃত অস্ত্রটিও গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার এক ঘণ্টা না যেতেই রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পাতা আল-আমিন পুলিশের কাছে ফর্মা আলামিন হিসেবে পরিচিত। রাজধানীর শেরেবাংলা নগরের ছিনতাইয়ের ঘটনায় গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দেন আল-আমিন। এর জেরে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য রাত ৯টার দিকে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে আল-আমিনকে কুপিয়ে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, পূর্বশত্রুতার জেরে সন্ধ্যার দিকে আল-আমিনকে ৬ নম্বর রোডে কুপিয়ে হত্যা করে মোশারফ বাহিনী। এ ঘটনায় পাশে উপস্থিত থাকা রিপন ওরফে গিট্টু রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই নিবিড়ভাবে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
//এল//