ঢাকা, বাংলাদেশ

রোববার, , ১৩ জুলাই ২০২৫

English

সারাদেশ

দিনাজপুরে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, আহত অর্ধশত

তনুজা শারমিন,  দিনাজপুর থেকে

প্রকাশিত: ১৮:১৩, ১৮ জুলাই ২০২৪; আপডেট: ১৮:১৬, ১৮ জুলাই ২০২৪

দিনাজপুরে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, আহত অর্ধশত

ছবি সংগৃহীত

দিনাজপুরে আওয়ামীলীগ অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। দিনব্যাপী পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। দিনাজপুর শহর পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শহরের দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যাননাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুরপাল্লার যানবাহনও চলাচল বন্ধ রয়েছে।

এখন পর্যন্ত পুলিশ সাংবাদিক ও আওয়ামীলীগের নেতা কর্মীসহ প্রায় অর্ধশত আহত হয়েছে। আওয়ামীলীগ অফিসসহ শহরের মোড়ে মোড়ে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ রিপোর্ট লিখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় গ্রেনেট,সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

সকাল ১১টার সময় কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে আওয়ামীলীগ অফিসে ভাংচুর চালায়। এ সময় আওয়ামীলীগ অফিসে থাকা নেতা কর্মীদেরকে মারধর করা হয়। এতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী,যুগ্ম সম্পাদক নওশাদ ইকবাল কলিস্ক, ফোট সাংবাদিক নুর ইসলামসহ ২০ জন আহত হয়। এরপর শহর জুড়ে আন্দোলনকারীরা রাস্তায় নেমে পড়ে। পরে পুলিশের সঙ্গে চারুবাবুর মোড়, মর্ডাণ মোড়, নিমতলা মোড়, হাসাপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর রাজার মোড়, ষ্টেশর রোডসহ সারা শহরে দফায় দফায় দাওয়া পাল্টা ধাওয়া চলে। আন্দোলনকারীরা আওয়ামীলীগের ব্যানার ফেষ্টুন একত্রিত করে বিভিন্ন  মোড়ে আগুন জ্বালিয়ে দেয়।

দুপুর আড়াইটার সময় আন্দোলনকারীরা পুনরায় শাখারিপট্রি আওয়ামীলীগ অফিসে হামলা চালায় এবং অগ্নি সংযোগ করে। এ সময় আওয়ামীলীগ অফিসের সামনে থাকা ১০টি মোটর সাইলে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুণ নিয়ন্ত্রণ করে। শহরের বিভিন্ন স্থান থেকে আওয়ালীগ অফিস থেকে কালো ধাওয়া উড়তে দেখা যায়। 

দুপুরে লিলির মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আব্দুর রশিদ নামে এক কনষ্টবলসহ ২ পুলিশ সদস্য আহত হয়। 

এসময় পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেসদ জানান, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত আওয়ামীলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার মৃত্যু রহস্য: তদন্তে নতুন মোড়

জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক

জলবায়ু অর্থায়ন ও কর্মপরিকল্পনায় গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি ওয়েবসাইট

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

শাপলা প্রতীক ছাড়া আমাদের কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন পাটোয়ারী

সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনবিআরের বিভাগীয় নিয়োগে নীতিমালা সুপারিশ

ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন সুপার স্টার মিনার ও

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

আত্মসমর্পণ করলেন অপু বিশ্বাস

সিএনজিচালকদের বনানীতে সড়ক অবরোধ

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মিনারে  চলচ্চিত্র প্রদর্শনী

ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার দাবি ব্রিটিশ এমপিদের