
ছবি সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, বর্তমানে দেশে ক্রান্তিকালীন পরিস্থিতিতে রাজনীতিবিদদের মধ্যেকার অনৈক্য দেখে অনেকেই হতাশ হয়ে পড়ছেন।
সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এ বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে, তাই চারদিকে অনৈক্যের সুর। তিনি মনে করেন, রাজনীতিবিদরাই দেশের পথ যেমন তৈরি করেন, তেমনি কখনো কখনো সেই পথ নষ্টও করেন।
রাজনীতি ও শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে: বিএনপি মহাসচিব দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এর জন্য সরাসরি রাজনীতিবিদদেরই দায়ী করেন। তিনি আরও বলেন, রাজনীতিতে সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। তাঁর মতে, “ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না।”
তরুণদের প্রতি আহ্বান: মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়ন করার সুযোগ এসেছে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
ইউ