
ছবি সংগৃহীত
জনগণ এবার আর কোনো আপোস করবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেজন্য তাঁর দল আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, জনগণ ভোট দিতে চায় এবং এই অধিকারের প্রশ্নে বিএনপি কোনো আপোস করবে না।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:
-
ভোটের অধিকার নিয়ে আপোস নয়: বিএনপি মহাসচিব দৃঢ়তার সঙ্গে বলেছেন, জনগণ এবার আর কোনো আপোস করবে না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন চলছে এবং এ বিষয়ে কোনো আপোস করা হবে না।
-
জনগণ জেগে উঠেছে: তিনি বলেন, "বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। তারা চায় নিজের হাতে ভোট দিতে, নিজেদের জনপ্রতিনিধি নিজেরাই বেছে নিতে।"
-
পিআর (Proportional Representation) নিয়ে মন্তব্য: কয়েকটি দলের 'পিআর' (আনুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে আলোচনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণ 'পিআর' বোঝে না, জনগণ 'এক ব্যক্তি এক ভোট' বোঝে। তিনি প্রশ্ন তোলেন, যা মানুষ বোঝে না তা কেন হবে? তবে তিনি যোগ করেন, সবাই একমত হলে বিএনপি বিষয়টি বিবেচনা করে দেখবে।
-
সুষ্ঠু নির্বাচনের আহ্বান: বিএনপির এই নেতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এসব পিআর নাটক বাদ দিয়ে আসুন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করি। যারা জনগণের ভোটে জিতবে, তারাই সরকার গঠন করবে ও পরবর্তীতে সমস্যাগুলো সমাধান করবেন।"
-
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা: মির্জা ফখরুল চলমান আন্দোলন প্রসঙ্গে বলেন, "ঢাকা শহরে যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলন, আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে কোনো লোকই নাই। তাকে এতো ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন।"
-
বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গ: তিনি জানান, বিগত সরকারের কাছে তারা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য দেনদরবার করেছিলেন। তিনি অভিযোগ করেন, এ সময় শেখ হাসিনা বেগম জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করতে চায়।
-
বিএনপির অবস্থান: বিএনপি মহাসচিব তাঁর দলকে 'পরীক্ষিত দল' উল্লেখ করে বলেন, বিএনপি সরকারে থেকেও জনগণের জন্য কাজ করেছে এবং বর্তমানে দেশের মানুষের সেবা করার সুযোগ চাইছে।
ইউ