
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান।
নির্বাচন কমিশন আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নিরাপত্তা বাহিনীর মোতায়েন পরিকল্পনা: বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ অবশ্যই আছে। তিনি নিরাপত্তা বাহিনীর মোতায়েন সংক্রান্ত তথ্য তুলে ধরে বলেন:
-
সেনাবাহিনী: ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য
-
পুলিশ: দেড় লাখ সদস্য
-
আনসার: সাড়ে ৫ লাখ সদস্য
অন্যান্য প্রসঙ্গে ইসি সচিবের বক্তব্য: দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যেও ভোটের পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সভায় আগুন লাগার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এছাড়া, লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি জানান, লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশই ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারে কাজ চলমান আছে।
ইউ