
ছবি সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউল অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে। গত শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের কারণে যে বিপর্যয় ঘটেছিল, তা কাটিয়ে উঠে সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী উড্ডয়ন করছে। বিভিন্ন গন্তব্যে সময় মতো বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় বিদেশগামী যাত্রীরা স্বস্তি ফিরে পেয়েছেন।
বিপর্যয়ের সূত্রপাত: শনিবার দেশের প্রধান এই বিমানবন্দরে আগুনের ঘটনার জেরে প্রায় সাত ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এই বিপর্যয়ের কারণে হাজারো বিদেশগামী যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যের বিমানে চড়তে পারেননি। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্বাভাবিকতা ফেরা: অগ্নিকাণ্ডের পর রবিবার (১৯ অক্টোবর) দিনব্যাপীও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট শিডিউলে জটিলতা অব্যাহত ছিল। তবে সোমবার সকাল থেকেই আন্তর্জাতিক ফ্লাইটে শিডিউলের জট কমতে শুরু করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, রবিবার রাত ৯টা থেকেই বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। আটকে পড়া যাত্রীদেরও বিকল্প ফ্লাইটের মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়েছে।
যাত্রীদের দাবি: সরেজমিনে দেখা গেছে, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, চীন, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের যাত্রীরা কিছুটা শঙ্কা নিয়েও সময় মতো বিমানবন্দরে পৌঁছাচ্ছেন। এসময় তাঁরা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
ইউ