ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৯ জুলাই ২০২৫

English

সারাদেশ

গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় দোষীদের শাস্তি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ২৮ জুলাই ২০২৫

গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় দোষীদের শাস্তি

ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আহলাদপুর গ্রামে গত ২৬ ও ২৭ জুলাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ১৪টি বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার এবং ক্ষগ্রিস্তদের ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসনের দাবি জানিয়েছে ব্লাস্ট।

সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানায় ব্লাস্ট।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, ধর্মীয় অবমাননাকর কটূক্তির অভিযোগ তুলে ১৭ বছরের এক শিশুকে গ্রেপ্তারের পর স্থানীয় “উত্তেজিত জনতা” তার বাড়িসহ আশপাশের হিন্দু সম্প্রদায়ের ১৪টি বসতবাড়িতে ২৬ জুলাই (শনিবার) রাতে এবং ২৭ জুলাই (রবিবার) বিকেলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়, যাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুটি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। যেহেতু অভিযুক্ত একজন শিশু, তাই তার বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত সব আইনগত প্রক্রিয়া শিশু আইন ২০১৩ অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। সংবিধান ও আন্তর্জাতিক শিশু অধিকার সনদের (সিআরসি) আলোকে, শিশুটির প্রতি যথাযথ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যেমন, আইনী পরামর্শের সুযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ, এবং কোনোরূপ অবমাননাকর বা কঠোর আচরণের নিষেধাজ্ঞা। 

এক্ষেত্রে, ঐ শিশুটির বিরুদ্ধে অভিযোগে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। এবং শিশু হিসেবে তার বিশেষ সুরক্ষার অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে বিচারের প্রক্রিয়া পরিচালিত হওয়া আবশ্যক।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা বা যে কোন অপরাধের ঘটনায় কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের উপর এ ধরনের সহিংসতা সম্পূর্ণ ভাবে আইন ও মৌলিক মানবাধিকার পরিপন্থী। সংবিধানের ২৭, ২৮, ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে নিরাপত্তা ও আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রাখে এবং অনুচ্ছেদ ৩৫(৫) অনুযায়ী, কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণের শিকার করা যাবে না।

ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে, দ্রুত নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিচার করতে ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে ব্লাস্ট দাবি জানাচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জোর দাবি জানিয়েছে।

ইউ

ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

জুলাই সনদের খসড়া প্রকাশ

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

​​​​​​​কম্বোডিয়া-থাইল্যান্ড তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৪

উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে ৩ রোগী সংকটাপন্ন অবস্থা

গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় দোষীদের শাস্তি

আল আরাফাহ ইসলামি ব্যাংকের চাকরিচ্যুতদের প্রধান কার্যালয় ঘেরাও

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা জাতিবৈচিত্র্য দিবস ২০২৫

সময়, ধাঁধা আর জীবনের ছোট বিস্ময়

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় তদন্তে চীনের দল

জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে: নাহিদ ইসলাম

নির্বাচনে ৬০ হাজার সেনা মোতায়েন হবে

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে আসবে রদবদল: আজাদ মজুমদার

এনসিপি থেকে হঠাৎ নীলা ইস্রাফিলের পদত্যাগ