
ফাইল ছবি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ তদন্তে চীনের একটি বিশেষজ্ঞ দল শীঘ্রই বাংলাদেশে আসছে। বাংলাদেশ বিমান বাহিনীর এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) এভিয়েশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত ব্রিফিংয়ে এয়ার কমোডর শহীদুল ইসলাম জানান, "চীনের একটি বিশেষ তদন্ত দল দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে আসবে। তাদের প্রতিবেদনের মাধ্যমেই সঠিক কারণ জানা যাবে।" বিধ্বস্ত বিমানটি ছিল চীনের চেংডু এয়ারক্র্যাফ্ট করপোরেশন নির্মিত এফ-৭ বিজিআই মাল্টি-রোল যুদ্ধবিমান।
আকাশপথে নিরাপত্তা জোরদার
এয়ার কমোডর শহীদুল আরও উল্লেখ করেন, রাজধানীর আকাশপথের নিরাপত্তা জোরদারে ঢাকার অভ্যন্তরে বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। "দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কার্যকরী সক্ষমতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে," যোগ করেন তিনি।
তদন্ত ও সহায়তা
বিমান বাহিনীর পক্ষ থেকে এয়ার কমোডর মিজানুর রহমান বলেন, "তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর সব তথ্য প্রকাশ করা হবে।" এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী ও নিহতদের পরিবারকে কাউন্সেলিংসহ সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
প্রসঙ্গত: গত ২৫ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হন। বিমানটি বহুমুখী সামরিক অভিযানে সক্ষম বলে জানিয়েছে বিমান বাহিনী।
ইউ