
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জামালপুরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে বলেছেন, "মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। উচ্চকক্ষ গঠনসহ বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হলেও এটি ভোটের অনুপাত (পিআর) অনুযায়ী হতে হবে, আসনভিত্তিক নয়।"
সোমবার (২৮ জুলাই) সকালে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, "উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অপরিহার্য। এ নিয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যে সর্বদলীয় সমঝোতায় সনদ চূড়ান্ত হোক।"
তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন: "পুলিশ-প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ চূড়ান্ত হলে নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত হবে, তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ ও জাতীয় যুবশক্তির নেতা হিফজুর রহমান বকুল।
আজকের কর্মসূচি: জুলাই অভ্যুত্থানের চেতনায় গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে জামালপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। তমালতলা থেকে শুরু হয়ে বকুলতলা চত্বর ও প্রধান সড়ক ঘুরে ফৌজদারী মোড়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
ইউ