ঢাকা, বাংলাদেশ

মঙ্গলবার, , ২৯ জুলাই ২০২৫

English

সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে পাচারকালে ছয়টি টিয়া পাখি জব্দ. আটক ৩

ডিসির বাংলা থেকে অবমুক্ত 

মনসুর আহমেদ, ঠাকুরগাঁও থেকে

প্রকাশিত: ২০:৫৮, ২৩ জুলাই ২০২৫

ঠাকুরগাঁও সীমান্তে পাচারকালে ছয়টি টিয়া পাখি জব্দ. আটক ৩

ছবি: উইমেনআই২৪ ডটকম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি টিয়া পাখি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে বন্যপ্রাণী শিকার ও পাচারের অভিযোগে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) জব্দ করা টিয়া পাখিগুলোকে অবমুক্ত করা হয়। 

বিজিবি জানায়, ২১ জুলাই (সোমবার) ভোরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোর্টপাড়া সীমান্ত এলাকায় ৫০/ডি কোম্পানির কোর্টপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তারা জানতে পারেন, সীমান্ত পিলার ৩৮৫ এর নিকট তিনজন ব্যক্তি ভারতের দিকে যাচ্ছেন।

টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ডারানুবাড়ী (পুকুরপাড়া) গ্রামের মো. মিঠুন (২২), দক্ষিণ পরিয়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৪২) এবং কোর্টপাড়া গ্রামের বিষ্ণু পাল (৪০)।

বিজিবির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা পাসপোর্ট বা কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতের অভ্যন্তরে প্রবেশ করে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করে দেশে ফেরার চেষ্টা করছিলেন। স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ছয়টি লাল-সবুজ ব্যাগে রাখা টিয়া পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ১১(১)(ক) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পরে জেলা প্রশাসকের নির্দেশে বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বাংলো প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনে ছয়টি টিয়া পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ হাতে পাখিগুলো অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, বন কর্মকর্তা শরিফুল ইসলাম ও সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী আবু বকর সিদ্দিক আসিফ।

পাখি অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসক বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। এসব টিয়া পাখিকে অবমুক্ত করতে পেরে আমরা আনন্দিত। মানুষ যেন বন্যপ্রাণীর প্রতি আরও সচেতন হয় এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে, সেটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও জানান, বন্যপ্রাণী আটকে রাখা আইনত দন্ডনীয় অপরাধ এবং এ বিষয়ে প্রশাসন ও বন বিভাগ সর্বদা সতর্ক রয়েছে।

ইউ

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ৯ সেপ্টেম্বর ভোট

শ্রমিক অধিকার: আইএলও সনদে ব্লাস্টের স্বাগত

আবারও দ্রোহযাত্রা: দেশের সর্বস্তরের জনগণকে যুক্ত হওয়ার আহ্বান

গঙ্গাচড়ার ঘটনায় দ্রুত কঠোর পদক্ষেপের আহ্বান নারীপক্ষের

চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের আহ্বান রিজওয়ানার

ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশসহ নিহত ৪

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশের পাসপোর্টের র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি

শেথ হাসিনার নৃশংসতা ৭১-কেও ছাড়িয়েছে: আসিফ নজরুল

ইরানে হামলার হুমকি ট্রাম্পের, উত্তপ্ত পরিস্থিতি

মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার অর্থহীন: বিএনপি মহাসচিব

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ১২টি বিষয়ে একমত

ঢাকাসহ ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা