
ফাইল ছবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে প্রয়োজন অনুযায়ী রদবদল আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনী প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আজাদ মজুমদার বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনে রদবদল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের আগে এমন রদবদল স্বাভাবিক। এটি কোন প্রক্রিয়ায় করা হবে, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব জায়গায় রদবদল হবে না—যেখানে প্রয়োজন, শুধু সেখানেই পরিবর্তন আনা হবে।"
তিনি আরও যোগ করেন, "এই রদবদলের মূল লক্ষ্য নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা।"
প্রশাসনে এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনী ব্যবস্থাপনাকে কার্যকর করতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইউ