ফাইল ছবি
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে, দুর্ঘটনার কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল এখনও বন্ধ রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র।
চলাচল শুরু ও বন্ধ থাকার কারণ:
-
বন্ধ: সূত্রটি জানায়, ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
-
চালু: যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
-
পরবর্তী পদক্ষেপ: আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ করছে বলে সূত্রটি জানিয়েছে।
দুর্ঘটনার প্রেক্ষাপট:
রাজধানীর ফার্মগেট এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের প্রাণহানি ঘটে। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। এ ঘটনার পর পরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, এই দুর্ঘটনায় যার প্রাণহানি হয়েছে, তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের কর্মক্ষম সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।
ইউ





