
ফাইল ছবি
সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই।
৮ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সুজন-কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে সুজন। শুধু সুজন-এর সাথেই না, ড. তোফায়েল আহমেদ বহুমুখী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, ছিলেন বিচিত্র অভিজ্ঞতার সম্ভারে পরিপূর্ণ। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, বাংলাদেশ প উন্নয়ন একাডেমি (কুমিলা বার্ড)-এর যুগ্ম-পরিচালক ছিলেন এবং ইউএনডিপিতে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কোস্ট ট্রাস্ট, সুশাসনের জন্য প্রচারাভিযানসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ড. তোফায়েল আহমেদ একজন প্রথিতযশা লেখক, কলামিস্ট ও গবেষক।
ইউ