
ফাইল ছবি
ইসরাইলের হাতে অপহরণকৃত প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমসহ সকল বন্দীর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নারীপক্ষ।
বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে নারীপক্ষ এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের কন্সাল্ন্সসহ সকল নৌযান থেকে ইসরায়েলি বাহিনী প্রায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীকে অপহরণ করেছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। এভাবে কোন দেশ বা বাহিনী নিরস্ত্র ও শান্তিপূর্ণ মানুষকে অপহরণ বা আটক করতে পারে না। নারীপক্ষ এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। সেইসাথে শহিদুল আলমসহ আটককৃত সকলকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।
নারীপক্ষ বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে, শহীদুল আলমের মুক্তির জন্য অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
ইউ