
ছবি সংগৃহীত
আবু ধাবির একটি পর্যটন বিজ্ঞাপনে হিজাব পরে অভিনয় করে আবারও বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই বেশের কারণে নেটিজেনদের একাংশ তাঁর বিরুদ্ধে ‘হিন্দু ধর্মকে অসম্মান’ করার অভিযোগ এনে তাঁকে বয়কট করার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপনে দীপিকা-রণবীর
সম্প্রতি দীপিকা পাড়ুকোন এবং তাঁর স্বামী রণবীর সিং আবু ধাবির পর্যটন বিভাগের একটি বিজ্ঞাপনে (‘মেরা সুকুন’) অংশ নিয়েছেন। বিজ্ঞাপনে দীপিকাকে খয়েরি রঙের হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়, অন্যদিকে রণবীরকে দেখা যায় কালো স্যুটের সঙ্গে লম্বা দাড়িতে। ভিডিয়োতে আবু ধাবির সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
ভিডিওতে দীপিকাকে হিজাব পরে বিখ্যাত শেখ জ়ায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরতে দেখা গিয়েছে।
বিতর্ক ও বয়কটের ডাক
এই সাজ নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তারকাদম্পতি। নিন্দুকদের প্রধান প্রশ্ন, কেন আবু ধাবির বিজ্ঞাপনের জন্য দীপিকাকে হিজাব পরতে হবে? তাঁদের মতে, এটি হিন্দু ধর্মের অপমান।
-
এক সমালোচক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “দীপিকাকে বয়কট করা উচিত। যাঁরা হিন্দু ধর্মকে সম্মান করতে জানেন না, তাঁদের এড়িয়ে যাওয়াই উচিত।”
-
আরেকজনের অভিযোগ, “দীপিকা দু’মুখো। কোনও মূল্যবোধ নেই। তাও ভক্তরা ওঁর ছবি জনপ্রিয় করে তোলে।”
অনুরাগীদের পাল্টা জবাব
তবে দীপিকার অনুরাগীরা এই সমালোচনার তীব্র প্রতিবাদ করেছেন। তাঁদের বক্তব্য, অভিনেত্রী এখানে কোনো ধর্মীয় অসম্মান করেননি, বরং তিনি সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়েছেন।
-
এক অনুরাগী যুক্তি দিয়ে লিখেছেন, “এই মসজিদে প্রবেশ করতে গেলে হিজাব পরতেই হয়। এমনকি রিহানা পর্যন্ত হিজাব পরেছিলেন। এতে হিন্দু ভাবাবেগে আঘাত লাগার কিছু হয়নি।”
-
আরেকজন তাঁর পক্ষ নিয়ে বলেছেন, “দীপিকা কখনওই কোনও মন্দিরকে অসম্মান করেননি। তাই এই ভাবে ওঁকে আক্রমণ করার কিছু হয়নি। আর এটা ধর্মের বিষয় নয়। এটা সংস্কৃতির বিষয়। এক জায়গার সংস্কৃতিকে দীপিকা শ্রদ্ধা জানিয়েছেন মাত্র।”
ধর্মীয় বা সাংস্কৃতিক বেশভূষা নিয়ে তারকাদের এমন বিতর্কে জড়ানো নতুন নয়। তবে দীপিকার এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক সোশ্যাল মিডিয়ায় এখন অন্যতম আলোচ্য বিষয়।
ইউ