ছবি: উইমেনআই২৪ ডটকম
বিশ্বের ২৪টি দেশে সক্রিয় ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সি, প্রেসেঞ্জা (Pressenza)-এর ঢাকা ব্যুরো অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি বাংলা ভাষাতেও তার সংবাদ পরিষেবা শুরু করল।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর বারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:
-
উদ্বোধন ও যুক্ততা: আন্তর্জাতিক বার্তা সংস্থা প্রেসেঞ্জা-এর ঢাকা ব্যুরো অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর মাধ্যমে ২৪টি দেশের কার্যক্রমে যুক্ত হলো বাংলাদেশ।
-
বাংলা ভাষা সংযোজন: প্রেসেঞ্জা এতদিন ইংরেজি, স্প্যানিশ, ইতালীয়সহ ১০টি ভাষায় সংবাদ পরিবেশন করত। এখন থেকে এর সঙ্গে যুক্ত হলো বাংলা ভাষা, ফলে প্রেসেঞ্জার সংবাদ এখন বাংলা ভাষাতেও পড়া যাবে।
-
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আশা:
-
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সংবাদমাধ্যমের বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রেসেঞ্জা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।
-
তিনি আরও বলেন, প্রেসেঞ্জা বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করে ব্যতিক্রমধর্মী সংবাদ প্রকাশ করবে বলে তিনি প্রত্যাশা করেন।
-
-
উত্কর্ষতা বৃদ্ধিতে ভূমিকা:
-
প্রেসেঞ্জা, ঢাকা ব্যুরোর নির্বাহী সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বাংলাদেশের সাংবাদিকতার উৎকর্ষতাকে আরও বেগবান করতে প্রেসেঞ্জা বিশেষ ভূমিকা রাখবে। তিনি এএফপি, এপি বা রয়টার্সের মতোই এটিকে একটি মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশা ব্যক্ত করেন।
-
-
প্রতিষ্ঠানের পরিচিতি: প্রেসেঞ্জা ২০০৯ সালে ইতালির মিলানে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সাল থেকে ইকুয়েডরের কিটোতে একটি আন্তর্জাতিক প্রেস এজেন্সি হিসেবে নিবন্ধিত।
-
অনুষ্ঠানে অংশগ্রহণ: অনুষ্ঠানে প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরীফ, শামসুল হক বসুনিয়া, বায়োজিদ যশোরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়েবিনারে চিলি, আর্জেন্টিনা ও অন্যান্য দেশ থেকে প্রেসেঞ্জা ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা যুক্ত ছিলেন।
ইউ





