ঢাকা, বাংলাদেশ

সোমবার, , ২৭ অক্টোবর ২০২৫

English

বিনোদন

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ২৭ অক্টোবর ২০২৫; আপডেট: ২০:০৭, ২৭ অক্টোবর ২০২৫

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ফাইল ছবি

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দীর্ঘ ২৯ বছর পর দায়ের হওয়া নতুন হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা ডন দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণের কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ৩০ বছর ধরে এই 'যন্ত্রণা ভোগ' করছেন এবং এর একটি সুরাহা হওয়া দরকার। এই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও লতিফা হক লুসিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:

  • আত্মসমর্পণের ঘোষণা: অভিনেতা ডন জানিয়েছেন যে তিনি দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি বর্তমানে বাসাতেই আছেন এবং 'পালিয়ে বেড়াচ্ছেন' এই ধারণাটি ভুল বলে দাবি করেছেন।

  • সুরাহার আকাঙ্ক্ষা: ডন বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছেন, তাই বিষয়টির একটি সুরাহা হওয়া দরকার।

  • মামলার নতুন মোড়: ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর গত ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • আসামিদের তালিকা: নতুন এই মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

  • সালমান শাহের সঙ্গে সম্পর্ক: ডন জানান, তিনি চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছিলেন এবং ভালো সুযোগের আশায় সালমান শাহের সঙ্গে জুটি গড়েছিলেন। তিনি সালমান শাহের সুখ-দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছিলেন।

  • ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব: ডন দুঃখ প্রকাশ করে বলেন, সালমানকে ভালোবেসে তাঁর নিজের ক্যারিয়ারের 'বারোটা বেজেছে' এবং তিনি আজও ঘুরে দাঁড়াতে পারেননি।

  • মানসিক যন্ত্রণা: এই অভিনেতা সালমানকে ভালোবাসার প্রচণ্ড ঝড় ও যন্ত্রণা আর সইতে পারছেন না বলে উল্লেখ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তিনি আত্মহত্যা না করাটাই কি তাঁর অপরাধ?

  • মৃত্যুর আগে শেষ স্মৃতি: ৩০ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর সালমান শাহের সঙ্গে তাঁর শেষ সাক্ষাতের স্মৃতি টানেন ডন। সালমান তাঁকে পরিচালক শিবলী সাদিককে জানাতে বলেছিলেন যে তিনি ৩ সেপ্টেম্বর ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। বাস ধর্মঘটের কারণে ডন বগুড়া থেকে ঢাকায় ফিরতে পারেননি এবং ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর খবর পান।

  • সালমান শাহের সংক্ষিপ্ত ক্যারিয়ার: নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়ক মাত্র সাড়ে তিন বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি দুর্দান্ত সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করেছিলেন।

  • উল্লেখযোগ্য চলচ্চিত্র: ১৯৯৩ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দেন মোহর’, ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘জীবন সংসার’, ‘মহামিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘এই ঘর এই সংসার’ ইত্যাদি।

ইউ

সালমান শাহ হত্যা: নীরবতা ভেঙে বিচার চাইলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলা: দু’এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করবেন ডন

ইন্টারন্যাশনাল এজেন্সি ’প্রেসেঞ্জা’-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে: রিজওয়ানা

জনসংখ্যা গবেষণায় ঢাবি-ইউএনএফপিএ চুক্তি

মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

সালমান শাহ হত্যা: হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা

দ্বাদশ নির্বাচনের চেয়ে ৬১১টি কেন্দ্র বাড়ল: ইসি সচিব

এনসিপিকে এবার নিজেদের বিবেচনায় প্রতীক দেবে ইসি

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ফরিদা আখতার

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

নির্বাচিত সরকার আসা পর্যন্ত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ

দেশে ফের কমল স্বর্ণের দাম

উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ: তথ্য উপদেষ্টা

২৯ বছর পর উন্মোচনের পথে ‘ঠান্ডা মাথার হত্যাকাণ্ড’