ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনালিস্ট ক্রিশ্চিয়ান পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না দেওয়ার পূর্বের অবস্থানেই অটল রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিধিমালায় প্রতীকটি না থাকায় এবার ইসি স্ববিবেচনায় এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দেবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:
-
শাপলা প্রতীক নয়: ইসি সচিব আখতার আহমেদ স্পষ্ট করে জানান, নির্বাচন বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে এই প্রতীকটি দেওয়ার সুযোগ নেই।
-
অন্য প্রতীক বরাদ্দ: বিধিগত জটিলতার কারণে নির্বাচন কমিশন নিজস্ব বিবেচনায় অন্য একটি প্রতীক বরাদ্দ দিয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে।
-
কমিশনের অবস্থান অটল: ‘শাপলা’ প্রতীক সংক্রান্ত বিষয়ে কমিশন তাদের অবস্থান এরইমধ্যে জানিয়েছে এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি।
-
আরপিও সংশোধন নিয়ে মন্তব্য: আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ইসি সচিব বলেন, কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। তিনি মনে করেন, এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি এবং অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না।
-
আরপিও প্রস্তাবনা বিবেচনার মানদণ্ড: তিনি জানান, কমিশন আরপিও-এর প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে। এগুলো হলো: ১. স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিষয়, ২. ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য বিষয়, ৩. রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয় এমন বিষয়, ৪. বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত বিষয় এবং ৫. কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হওয়া বিষয়।
উল্লেখ্য, 'শাপলা' প্রতীক বরাদ্দ নিয়ে এনসিপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে ইসি বিধিগত কারণে তাদের দাবি প্রত্যাখ্যান করেছে।
ইউ





