ছবি সংগৃহীত
পুলিশের বিশেষ শাখা (এসবি), পিবিআই, সিআইডি এবং মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার (এসপি) মর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পিবিআই এবং র্যাবে কর্মরত দুইজন পুলিশ সুপারের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন:
-
এস এম হাসানুল জাহীদ, পুলিশ সুপার, বিশেষ শাখা (এসবি) $\rightarrow$ সারদা, রাজশাহী।
-
মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার, পুলিশ সুপার, পিবিআই $\rightarrow$ ময়মনসিংহ রেঞ্জ পুলিশ।
-
আ ফ ম আল কিবরিয়া, পুলিশ সুপার, টাঙ্গাইল পিটিসি $\rightarrow$ পুলিশ সুপার, সিআইডি।
-
আবু সায়েম প্রধান, কমান্ড্যান্ট, গাইবান্ধা $\rightarrow$ পুলিশ সুপার, রংপুর পিটিসি।
-
শফিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার, ডিএমপি $\rightarrow$ এআইজি, পুলিশ অধিদপ্তর।
-
মুহাম্মদ শফি ইকবাল, এসপি, পুলিশ স্টাফ কলেজ $\rightarrow$ পুলিশ সুপার, সিআইডি।
-
মুহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার, পিবিআই $\rightarrow$ গাইবান্ধা ইন সার্ভিস সেন্টার।
-
উক্য সিং, এসপি, এপিবিএন $\rightarrow$ পুলিশ সুপার, পিবিআই।
-
সনাতন চক্রবর্তী, সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত এসপি, রংপুর রেঞ্জ পুলিশ $\rightarrow$ রংপুর মহানগর।
-
মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, এসপি, শিল্প পুলিশ $\rightarrow$ এসপি, শেরপুর ইন সার্ভিস সেন্টার।
-
মুহাম্মদ ইসমাইল হুসাইন, এসপি, পুলিশ অধিদপ্তর $\rightarrow$ এআইজি, পুলিশ অধিদপ্তর।
বদলি আদেশ বাতিল:
এদিকে, দুইজন পুলিশ সুপারের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তারা হলেন:
-
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবু ইউসুফ।
-
র্যাবে কর্মরত পুলিশ সুপার জাহিদুর রহমান।
তাদের পুলিশ অধিদপ্তরে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।
ইউ





