
ছবি সংগৃহীত
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত সফরে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার
পুলিশ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রমসিংহে। সে সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। অভিযোগ উঠেছে, ওই সফরে সরকারি অর্থ এবং নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছিলেন তিনি।
তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। পুলিশের দাবি, বিক্রমসিংহে ব্যক্তিগত সফরের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন।
বিক্রমসিংহের দাবি বনাম সিআইডির তদন্ত
এ বিষয়ে আগে বিক্রমসিংহে বলেছিলেন, স্ত্রীর যাত্রা ব্যয় সম্পূর্ণ তার ব্যক্তিগত খরচে হয়েছিল, সরকারি অর্থ এতে ব্যয় হয়নি। তবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জানিয়েছে, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়েছে।
রাজনৈতিক প্রেক্ষাপট
উল্লেখ্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগের পর ২০২২ সালের জুলাইয়ে ক্ষমতায় আসেন বিক্রমসিংহে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে ধরা হয়। এএফপি