ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, , ২২ আগস্ট ২০২৫

English

রাজনীতি

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

উইমেনআই২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ২২ আগস্ট ২০২৫

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি সতর্ক থাকার আহ্বান

বিএনপি মহাসচিব বলেন,

  • ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ দেশকে ভূখণ্ড, স্বাধীন সত্তা ও অস্তিত্ব দিয়েছে।

  • ১৯৭১ সালের শহীদদের মতো ২৪ জুলাই-আগস্টের শহীদরা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন।

  • আজ সেই দুইটি বিষয়—স্বাধীনতা ও গণতন্ত্র—কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্য

তিনি সতর্ক করে বলেন, দেশে উগ্রবাদ মাথা তুলে উঠছে, যা দেশের আত্মা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। তাই বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অর্থনীতি ও শাসনব্যবস্থার সমালোচনা

মির্জা ফখরুল অভিযোগ করেন,

  • গত ১৫ বছর ক্ষমতায় থাকা সরকার জনগণকে বন্ধু মনে করেনি।

  • জনগণের ওপর অত্যাচার চালিয়েছে, সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।

  • সাম্প্রতিক সফরে ব্যাংককে দেখা গেছে, অভিজাত এলাকায় কোটি কোটি টাকা খরচ করে বাড়ি-গাড়ি কেনা হচ্ছে। অথচ দেশের অর্থনীতি করুণ অবস্থায় রয়েছে।

বিএনপির লক্ষ্য ও প্রতিশ্রুতি

তিনি বলেন, বিএনপির লক্ষ্য অসাম্প্রদায়িক ‘রেইনবো রাষ্ট্র’ প্রতিষ্ঠা করা।

  • তারেক রহমানের ৩১ দফা নির্দেশনাই হবে জাতীয় সনদ।

  • বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনার যথাযথ বিচার হবে।

অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি ও ঢাক-ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বক্তব্য দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জয়ন্ত কুমার কুন্ড, অপর্ণা রায় দাসসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা। বাসস

ইউ

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে একই পরিবারের ৪ জনের প্রাণহানি

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রেফতার

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

মেট্রোরেলে ১০০ টাকার রিচার্জ বাধ্যতামূলক: বাস্তবতা, বিতর্ক ও সমাধান

বাংলাদেশ-পাকিস্তান ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফিশ অয়েল নারীর আলঝেইমার ঝুঁকি কমাতে পারে

নারীর নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জরুরি: রিজওয়ানা

নারী বিশ্বকাপ ২০২৫: ইংল্যান্ডের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

প্রেমে টাওয়ারে! যুবকের ‘হাইটেনশন রোমান্স’ ভাইরাল

একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের

‘কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তভুক্তি করা যাবে না’

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

‘শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি’