
ছবি সংগৃহীত
কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে একই পরিবারের চারজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান।
প্রাণহানির শিকারদের পরিচয়
প্রাণহানি হয়েছে—
-
মোহাম্মদ ওমর আলী (৮০)
-
তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)
-
বড় ছেলে আবুল হাশেম (৫০)
-
ছোট ছেলে আবুল কাশেম (৪৫)
প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম। সবাই কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকার বাসিন্দা।
কীভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে প্রবেশের জন্য ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে গিয়ে প্রাইভেটকার ও একটি সিএনজিকে চাপা দেয়।
খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আহতদের অবস্থা
দুর্ঘটনায় আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউ