ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ০৮ অক্টোবর ২০২৫

English

জাতীয়

প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ৭ অক্টোবর ২০২৫

প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা

ছবি: উইমেনআই২৪ ডটকম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, প্রবীণরা পথপ্রদর্শক। সম্মান দেওয়া, সম্মান পাওয়ার সঙ্গে সম্পৃক্ত । তাদের সম্মান করতে হবে।

তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে  সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মো.  সাইদুর রহমানের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তেজার রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)এর মহাসচিব মনজু আরা বেগম।উপদেষ্টা বলেন,  এবারের আন্তর্জাতিক

প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ' ওল্ডার পারসন ড্রাইভিং লোকাল এন্ড গ্লোবাল একশন : আওয়ার এসপিরেশনস, বওয়ার ওয়েল-বিয়িং, আওয়ার রাইটস '- অর্থাৎ 'একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে'। এই স্লোগানের প্রতি আমরা বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হবো । এটাই আমাদের মূল্যবোধ। তবে মূল্যবোধের পরিবর্তন ঘটেছে।

তিনি বলেন, প্রবীণ ব্যক্তিগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সাথে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, উন্নত দেশের মতো কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে, এমনকি গ্রামের মানসিকতার ভিতরেও। আজ না  হোক কাল আমাদের এই পথেই ফিরে যেতে হবে। একই সাথে প্রবীণ দিবসের আয়োজনেও আগামীতে পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের  সংমিশ্রণে আয়োজন করতে হবে। সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো, এক অপরের সাথে পরিচিত ঘটবে।

বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি  এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ প্রবীণদের  অধিকার, সুস্থ জীবন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের গুরুত্বের উপর জোর দেন। তাঁরা প্রবীণদের অবদানকে স্মরণ করেন এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করেন।  প্রবীণদের সামগ্রিক কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রবীণদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।

এর আগে দিবস উপলক্ষে একটি  র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যালির অনুষ্ঠানের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। র‍্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ , সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবীণগণ অংশগ্রহণ করেন।

ইউ

পুতিনের ৭৩তম জন্মদিন: প্রেম, কৌশল ও রাশিয়ার পুনরুত্থান

পরিচালক হয়েই বয়স ভিত্তিক ক্রিকেটের দায়িত্বে আসিফ আকবর

প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা

দহন থেকে আলোয়

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

আগুনের ভিতরে এক জন্মের অনন্ত উৎসব

ট্রাইব্যুনালের আইন সংশোধন: চিফ প্রসিকিউটর

ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম

স্ত্রী রাতে সাপ হয়ে যায়! স্বামীর অদ্ভুত অভিযোগে তোলপাড়

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী