
সম্পন্ন হলো Queendom’s (রানীদের রাজ্য) পিঠা উৎসব
Queendom's (রানীদের রাজ্য) সম্পন্ন হয়ে গেলো পিঠা উৎসব ২০২৩। আয়োজন করে রানীদের রাজ্য। অফলাইনে এই পিঠা উৎসবটি অনুষ্ঠিত হয় ঢাকার বনশ্রী এ ব্লকে অবস্থিত প্যান্টহাউজ রেস্টুরেন্টে। রানীদের রাজ্যের এডমিন ফারজানা সুলতানা লিমা কেক কেটে পিঠা উৎসব উদ্বোধন করেন।
চমৎকার ভাবে আয়োজন করে পিঠা উৎসব রানীদের রাজ্যের উদ্যোক্তারা। রানীদের রাজ্য গ্রুপের উদ্যোক্তারা নানা রকম ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয় এই পিঠা মেলা উৎসবে। রানীদের রাজ্য থেকে অনেক নারী আজ সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন এডমিন ফারজানা সুলতানা লিমার সহযোগিতায় এবং ভালোবাসায়। নারীদের রাজ্যকে বলা যেতে পারে সফল উদ্যোগক্তাদের পাঠশালা।
একদিনের এই পিঠা মেলায় ক্রেতাদের অনেক লোকের সমাগম ছিলো। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ছিল আনন্দের বন্যা।
আমরা চাই নারীরা আরো এগিয়ে যাক প্রতিটা কাজে। প্রত্যেকটা নারীর স্বপ্ন বাস্তবায়িত হোক, সফলতা পাক ধাপে ধাপে। লক্ষ্যস্থীর রেখে এগিয়ে যাক সামনের দিকে। আরো প্রতিষ্ঠিত হোক নারীদের রাজ্য।
//জ//