ঢাকা, বাংলাদেশ

শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪

English

বৃত্তের বাইরে

কানাডার প্রাদেশিক পরিষদে বিজয়ী বাংলাদেশের ডলি

প্রকাশিত: ০০:০০, ৩ জুন ২০২২; আপডেট: ১৭:৩৪, ১৬ জুলাই ২০২২

কানাডার প্রাদেশিক পরিষদে বিজয়ী বাংলাদেশের ডলি

উইমেনআই ডেস্ক: 
কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে কানাডীয় বাঙালি ডলি বেগম।

আজ অনুষ্ঠিত এই নির্বাচনে প্রদেশ জুড়ে আগের চেয়ে বেশি ভোট ও আসন পেয়ে মুখ্যমন্ত্রী বা প্রিমিয়ার ডাগ ফোর্ডের নেতৃত্বে  ক্ষমতাসীন প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার রায় পেয়েছে।

প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির এই বিপুল সংখ্যাগরিষ্ঠতার মধ্যেও এনডিপি'র ডলি বেগমের বিজয় তাৎপর্যপূর্ণ।

টরন্টো মহানগরীর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকার ভোটাররা আবারও আস্থা রেখেছেন এনডিপি'র প্রার্থী ডলি বেগমের প্রতি।

কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে ডলি বেগমই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় নির্বাচিত প্রতিনিধি। ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে তিনি প্রথম জয়ী হন।

২০১৮ সালের পূর্ববর্তী নির্বাচনের চেয়ে এবারে বেশি হারে ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের প্রায় ৪৭.১ শতাংশ ভোটারের ম্যান্ডেট পেয়েছেন ডলি বেগম। ২০১৮ সালে তিনি পেয়েছিলেন ঐ আসনে প্রদত্ত মোট ভোটের ৪৫.৬৬ শতাংশ।

ঐ আসনে ডলি বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন ২৭.৯ শতাংশ ভোট।

বিগত প্রাদেশিক পরিষদে ডলি বেগমের সক্রিয়, কার্যকর ও অগ্রগামী ভূমিকা এক্ষেত্রে অবদান রেখেছে। ডলি দৃষ্টান্তমূলক কাজ করে জনপ্রিয়তা সুসংহত করেছেন।

অন্টারিওর ৪৩ তম প্রাদেশিক পরিষদের এই নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত অপর দুই প্রার্থী জয়ী হতে না পারলেও উল্লেখযোগ্য ভোট পেয়েছেন।

বৃহত্তর টরন্টোর ওকভিল নর্থ-বার্লিংটন আসনে লিবারেল পার্টির প্রার্থী কানিজ মৌলি প্রদত্ত ভোটের মধ্যে ৩৫.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। বিজয়ী প্রগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৪৭.৩ শতাংশ ভোট।

টরন্টো মহানগরীর ইটোবিকোক-লেকশোর আসনে এনডিপি প্রার্থী ফারহীন আলিম প্রদত্ত ভোটের মধ্যে ১৭.৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন। বিজয়ী প্রগ্রেসিভ কনজারভেটিভ প্রার্থী পেয়েছেন ৩৭.৭ শতাংশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে থাকা লিবারেল পার্টির প্রার্থী পেয়েছেন ৩৬ শতাংশ ভোট।


 

উইমেনআই২৪ডটকম//এল/ 

 

টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা

নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৩৪.৮৭ শতাংশ

বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান

সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

রাজধানীতে ঝাল কমতে শুরু করেছে পেঁয়াজের

৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ

ঈদ যাত্রার ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি 

কোন দূর্নীতিকে প্রশ্রয় দেব না: বিএসএমএমইউ ভিসি

বিএসএমএমইউতে সভা ও জাতীয় সম্মেলন  অনুষ্ঠিত 

 ইন্টার্ন চিকিৎসকরাই একটি হাসপাতালের প্রাণ: স্বাস্থ্যমন্ত্রী

এক চুমুতে আড়াই বছরের জেল!

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রিয়ন্তি প্রথম

ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নারীর নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতে পুরুষদের সম্পৃক্তের আহ্বান

ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ