
ছবি সংগৃহীত
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পাসের হার এবং জিপিএ-৫-এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার (সি আর আবরার)। তিনি জানিয়েছেন, ফলাফলের এই পতনের প্রকৃত কারণ বিশ্লেষণে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক পর্যালোচনা করা হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:
-
ফলাফলে বড় পতন: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের তুলনায় ১৯ শতাংশ কম।
-
শিক্ষা উপদেষ্টার উদ্বেগ: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার (সি আর আবরার) ফলাফলে এই পতনকে 'অস্বস্তিকর' বলে উল্লেখ করেছেন।
-
দায় স্বীকার: শিক্ষা উপদেষ্টা বলেন, "এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর। শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের ফলাফলের দায় এড়াতে পারে না।"
-
বাস্তবভিত্তিক ফল: তিনি মনে করেন, "তবে এই ফলাফল বাস্তবভিত্তিক। এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে আমরা তথ্য-উপাত্তভিত্তিক বিশ্লেষণ করব।"
-
পর্যালোচনার ঘোষণা: ফলাফলের কারণ বিশ্লেষণে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের নিয়ে ডাটাভিত্তিক পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।
-
শিক্ষার সংস্কৃতিতে পরিবর্তন: উপদেষ্টা বলেন, "আমরা চাই, শিক্ষার ফলাফল বাস্তবতার প্রতিফলন হোক। আগে পাসের হার এবং জিপিএ-৫-এর সংখ্যাকেই তৃপ্তির মানদণ্ড হিসেবে বিবেচনা করা হতো... ফল ভালো দেখাতে গিয়ে শেখার সংকট আড়াল করার এই প্রবণতা আমরা বন্ধ করতে চাই।"
-
শিক্ষকদের নির্দেশনা: তিনি আরও জানান, শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল যেন বিশেষ করে 'সীমান্তরেখায়' (পাসের কাছাকাছি) থাকা শিক্ষার্থীদের মূল্যায়নে ন্যায্যতা বজায় থাকে।
ইউ