
ফাইল ছবি
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের জন্মসূত্রে পাওয়া ‘দিলীপ কুমার’ নামটি মোটেও পছন্দ ছিল না। এমনকি তাঁর ধর্ম পরিবর্তনের সময় 'রহমান' নামটি এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে রাখা হয়েছিল— এমন তথ্য তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
প্রতিবেদনের মূল পয়েন্টসমূহ:
-
জন্ম ও নাম: এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর নাম ছিল দিলীপ কুমার।
-
নামের প্রতি অনীহা: সাক্ষাৎকারে সুরকার জানান, তিনি কখনোই তাঁর জন্মসূত্রে পাওয়া নামটি পছন্দ করেননি। তিনি বলেন, "সত্যিটা হল, আমি জীবনেও আমার নামটা পছন্দ করিনি। ‘দিলীপ কুমার’ নামের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। কিন্তু আমার ভাবমূর্তির সঙ্গে এই নাম যায় না।"
-
ধর্ম পরিবর্তন: বাবার মৃত্যুর পর থেকে এ আর রহমান আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেন এবং তাঁর পুরো পরিবার ধর্ম পরিবর্তন করে।
-
‘রহমান’ নামের উৎস: তিনি জানান, ধর্ম পরিবর্তনের এই সময়ে একজন হিন্দু জ্যোতিষীই তাঁকে 'রহমান' নামটি রাখার পরামর্শ দিয়েছিলেন।
-
পারিবারিক পরিবর্তন: শুধু এ আর রহমানের ব্যক্তিগত জীবনেই নয়, বাবার মৃত্যুর পর গোটা পরিবারই ধর্ম পরিবর্তন করে বলে জানা যায়।
ইউ