ঢাকা, বাংলাদেশ

বৃহস্পতিবার, , ১৬ অক্টোবর ২০২৫

English

বৃত্তের বাইরে

পায়ে লিখে জিপিএ-৩.৮৬ পেলেন নিলা

প্রকাশিত: ০০:০০, ১১ অক্টোবর ২০২০; আপডেট: ১৮:২৩, ১৬ জুলাই ২০২২

পায়ে লিখে জিপিএ-৩.৮৬ পেলেন নিলা

ওমেনআই ডেস্ক : আলিম পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৩.৮৬ পেয়েছেন নিলা খাতুন। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বরধুল গ্রামের ওসমান গণীর মেয়ে। নিলার একটি হাত নেই আর একটি হাত জন্মের পর থেকেও অকেজো। হাত না থাকলেও মনের জোরের কমতি ছিল না তার। তাই এবার কামারখন্দের ‘চর বরধুল দাখিল মাদরাসা’ থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে খাতায় উত্তর লিখেছে পা দিয়ে। এর আগে ২০১৭ সালে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭০ নিয়ে দাখিল পাস করেন তিনি। তার সহপাঠীরা জানান, সবাই যখন স্বাভাবিক নিয়মে বেঞ্চে বসে পরীক্ষা দেয়। তখন নিলা দু’পায়ে কাঠের বিশেষ আসনে দাঁড়িয়ে পা দিয়ে লিখে পরীক্ষা দেয়। নিলার হাত না থাকায় পা দিয়ে পরীক্ষা দেয়া দেখে আমরা সবাই অবাক হয়েছি। আমরা সুস্থ্ শরীরে পরীক্ষা দিতে গিয়ে একটু ভয় ভয় লাগছিলো। কিন্তু নিলাকে দেখে মনে হয়েছিল স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে চলেছে। তার এ অদম্য ইচ্ছা দেখে মনে হয়েছে আমাদের চেয়ে সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে। তার ভালো ফলাফল দেখে আমরা সবাই খুশি হয়েছি। নিলার বাবা ওসমান গণী জানান, ফলাফল দেখে অনেক আনন্দিত, তবে রয়েছে নানা দুশ্চিন্তাও। আমি কৃষি কাজ করে দুইটা ছেলেকে মাস্টার্স পাস করালেও এখন তারা বেকার। আর একটা ছোট ছেলে ৮ম শ্রেণিতে পড়ালেখা করছে। কৃষি কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এর মধ্যে নিলার লেখাপড়া কত দূর চালিয়ে নিতে পারবো আল্লাহই জানেন। নিলা খাতুন জানান, শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি দরিদ্র পরিবারে জন্ম নেয়ায় অর্থ সঙ্কট ছিল প্রকট। আমি সেই নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পাস করেছি। এ পর্যন্ত পৌঁছতে পেরে সব শিক্ষক, বাবা-মা, সহপাঠী, সহযোগী সবার কাছে কৃতজ্ঞ আমি। আমি প্রতিবন্ধী হলেও সমাজের বোঝা হয়ে বাঁচতে চায় না। এখন উচ্চতর ডিগ্রি অর্জন করে যেন সরকারি চাকরি করে দেশের সেবা করতে পারি এজন্য সরকারের কাছে আমার পড়াশোনা ও সবধরনের সাহায্য সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিলার পরিবার একটি আবেদন দিলে সরকারি সবধরনের সুযোগ সুবিধা দেয়া হবে।

জুলাই সনদ স্বাক্ষর হবে উৎসবমুখর পরিবেশে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

বিমান ক্রু রুদাবা সুলতানার পদাবনতি

জুলাই সনদ নিয়ে যা বললেন আলী রীয়াজ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৫ দিনব্যাপী জাতীয় কর্মসূচি

সাদাছড়ি স্বাধীনতার প্রতীক, সীমাবদ্ধতা নয়: শারমীন এস মুরশিদ

পুরুষদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে সাইমা কুরেশি

তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই

মাশরাফি রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ প্রাণহানি ৩

মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

’অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে শিশুবিবাহ-সহিংসতা বড় চ্যালেঞ্জ: ইউনিসেফ

বইমেলার বিলম্ব প্রস্তাব ’সাংঘর্ষিক’, দ্রুত সময় ঘোষণার দাবি

১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই: ঢামেক পরিচালক