
ফাইল ছবি
জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ 'তিন গোয়েন্দা'র স্রষ্টা প্রখ্যাত লেখক রকিব হাসান মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):
-
মৃত্যু: লেখক রকিব হাসান বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
মৃত্যুর কারণ: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রকিব হাসান নিয়মিতভাবে কিডনি ডায়ালিসিসের জন্য হাসপাতালে আসতেন এবং বুধবার ডায়ালিসিস শুরুর কিছুক্ষণ আগেই তিনি মৃত্যুবরণ করেন।
-
জন্ম ও জন্মস্থান: ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার বদলির চাকরির কারণে তার ছেলেবেলা কাটে ফেনীতে।
-
শিক্ষা ও কর্মজীবন: ফেনী থেকে স্কুলজীবন শেষ করে তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষে তিনি চাকরিতে যোগ দিলেও কোনোখানেই তার মন টেকেনি।
-
লেখক জীবন: অফিসের বাঁধাধরা নিয়মে আটকে থাকতে না পেরে একসময় সব ছেড়েছুড়ে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন। তিনি মূলত সেবা প্রকাশনীর মাধ্যমে লেখালেখি শুরু করেন।
-
সৃষ্টি ও জনপ্রিয়তা:
-
তিনি বিশ্বসেরা ক্ল্যাসিক বইয়ের অনুবাদ দিয়ে লেখালেখি শুরু করেন।
-
নামে-বেনামে তিনি চার শতাধিক বই লিখেছেন।
-
তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে 'টারজান', 'গোয়েন্দা রাজু', 'রেজা-সুজা' সিরিজ।
-
তবে 'তিন গোয়েন্দা' সিরিজের স্রষ্টা হিসেবেই তিনি অসংখ্য পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
-
ইউ