ঢাকা, বাংলাদেশ

বুধবার, , ১৫ অক্টোবর ২০২৫

English

জাতীয়

বইমেলার বিলম্ব প্রস্তাব ’সাংঘর্ষিক’, দ্রুত সময় ঘোষণার দাবি

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ১৫ অক্টোবর ২০২৫

বইমেলার বিলম্ব প্রস্তাব ’সাংঘর্ষিক’, দ্রুত সময় ঘোষণার দাবি

ছবি সংগৃহীত

২০২৬ সালের 'অমর একুশে গ্রন্থমেলা' আয়োজন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও বিলম্বের প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লেখক, পাঠক ও প্রকাশকরা। নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের প্রস্তাবকে বক্তারা 'বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক' আখ্যা দিয়ে অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই মেলা আয়োজনের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবেদনের মূল অংশ (পয়েন্ট আকারে):

  • সময়সূচি নিয়ে উদ্বেগ: আজ রবিবার (তারিখ উল্লেখ নেই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন, এরপর রমজান ও ঈদুল ফিতর থাকায় এপ্রিলের আগে মেলা আয়োজন করা অসম্ভব।

  • বাস্তবতার সঙ্গে সংঘাত: বক্তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে মেলা আয়োজনের প্রস্তাব বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে এপ্রিলের তীব্র গরম এবং পরবর্তী ঝড়-বৃষ্টির সময়ে বিশাল মেলার কাঠামো নির্মাণ ও পরিচালনাও বাস্তবসম্মত নয়।

  • সাংস্কৃতিক গুরুত্ব: সভায় বক্তারা 'অমর একুশে গ্রন্থমেলা'কে কেবল বাণিজ্যিক আয়োজন নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, ভাষা ও সংস্কৃতির প্রতীক এবং জাতির আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, এই মেলা বাধাগ্রস্ত হলে তা জাতির সাংস্কৃতিক পরাজয়ের শামিল হবে।

  • নিরাপত্তা ঝুঁকি সমাধানযোগ্য: বইমেলা বন্ধ বা বিলম্বিত হওয়ার যুক্তি হিসেবে যে নিরাপত্তা-ঝুঁকির কথা বলা হচ্ছে, বক্তারা তা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মত দেন। তারা উল্লেখ করেন, দেশের ইতিহাসে কখনও বইমেলা সন্ত্রাস বা বিশৃঙ্খলার কারণে বন্ধ হয়নি।

  • মতবিনিময় সভার প্রস্তাবসমূহ:

    1. সময় পরিবর্তন: ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আয়োজন করতে হবে।

    2. দ্রুত সিদ্ধান্ত: সরকার ও বাংলা একাডেমিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যাতে প্রকাশনা শিল্প, লেখক ও পাঠক সবাই প্রস্তুতি নিতে পারেন।

    3. সমন্বয়ের আহ্বান: সময়মতো মেলা আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

  • উপস্থিতি ও নেতৃত্ব:

    • সভায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশক, লেখক, পাঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    • সভায় সভাপতিত্ব করেন বাপুসের বইমেলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবু বাশার ফিরোজ শেখ।

    • বক্তব্য দেন বাপুসের সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ, মনিরুজ্জামান খান (প্রকাশক, সঞ্চিতা), শিবলী আজাদ (লেখক), পুলীন বকসী (লেখক) প্রমুখ।

  • যৌথ বিবৃতি: সভা শেষে উপস্থিত লেখক–পাঠক–প্রকাশক ও বাপুসের বইমেলা স্ট্যান্ডিং কমিটি যৌথ বিবৃতিতে সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, "বইমেলা কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বিলম্বের বিষয় নয়; এটি জাতির মননের উৎসব। আমরা চাই, অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ যেন সময়মতো, নিরাপদে এবং যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়।”

ইউ

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: প্রধান উপদেষ্টা

বিমান ক্রু রুদাবা সুলতানার পদাবনতি

জুলাই সনদ নিয়ে যা বললেন আলী রীয়াজ

’সাদাছড়ি স্বাধীনতার প্রতীক, সীমাবদ্ধতা নয়: শারমীন এস মুরশিদ

পুরুষদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে সাইমা কুরেশি

তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই

মাশরাফি রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ প্রাণহানি ৩

মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

’অতি জরুরি’ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে শিশুবিবাহ-সহিংসতা বড় চ্যালেঞ্জ: ইউনিসেফ

বইমেলার বিলম্ব প্রস্তাব ’সাংঘর্ষিক’, দ্রুত সময় ঘোষণার দাবি

১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই: ঢামেক পরিচালক

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ

ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকদের অবস্থান, যানচলাচল বন্ধ